TRENDING:

দাদরিকাণ্ডের ছায়া এবার রাঁচিতে, ২ মুসলিম ব্যক্তিকে পিটিয়ে খুন

Last Updated:

দাদরিকাণ্ডের স্মৃতি উস্কে মোষ বাজারে বিক্রি করার অভিযোগে দু’জন মুসলিম ব্যক্তিকে খুন করা হল রাঁচিতে ৷ শুক্রবার মুম্মদ মজলুম ও আজাদ খান নামে দুই ব্যক্তি রাঁচির লাতেহার জেলায় ৮টি মোষ বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাঁচি: দাদরিকাণ্ডের স্মৃতি উস্কে মোষ বাজারে বিক্রি করার অভিযোগে দু’জন মুসলিম ব্যক্তিকে খুন করা হল রাঁচিতে ৷ শুক্রবার মুম্মদ মজলুম ও আজাদ খান নামে দুই ব্যক্তি রাঁচির লাতেহার জেলায় ৮টি  মোষ বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছিল ৷ সেখানে উপস্থিত গবাদি পশুর নজরদাররা বিরুদ্ধে ওই দু’জন ব্যক্তিকে বেধড়ক মারধর করে এবং পরে দু’জনকেই গাছ থেকে ঝুলিয়ে হত্যা করে ৷ পরে দু’জনের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ৷ তাঁদের দু’জনরেই হাত পিছনে বাঁধা ছিল ও মুখে কাপড় ঢোকানো ছিল বলে জানা গিয়েছে ৷ লাতেহারের এস পি জানিয়েছেন, যেভাবে দু’জনকে খুন করা হয়েছে তা থেকে এটা স্পষ্ট যে আক্রমণকারী এই দু’জনকে চরম ঘৃণা করতো ৷ উগ্র হিন্দুত্ববাদই এই খুনের কারণ বলে অনুমান ঝাড়খণ্ড বিকাশ মোর্চার বিধায়ক প্রকাশ রামের ৷ পুলিশ আধিকারিকরা জানিয়েছেন যে ব্যক্তিগত বা ব্যবসায়িক শত্রুতার কারণে খুন করা হয়েছে কি না তারা খতিয়ে দেখছে ৷ গবাদি পশুর ব্যবসার করার কারণেই ওই দু’জনকে খুন করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের ।ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ৷ তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের চিহ্নিত করতে পারেনি পুলিশ ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
দাদরিকাণ্ডের ছায়া এবার রাঁচিতে, ২ মুসলিম ব্যক্তিকে পিটিয়ে খুন