সোমবার বিকেলেই সেনাবাহিনী ট্যাঙ্কার দিয়ে উড়িয়ে দেয় জঙ্গিদের আত্মগোপন করে থাকার স্থানটি ৷ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয় দুই আত্মঘাতী পাক জঙ্গির মৃতদেহ ৷ সেনা আধিকারিকরা অনুমান করেছিলেন, বিমানঘাঁটিতে আর কোনও জঙ্গি লুকিয়ে নেই ৷ তবু পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তাঁরা ১০০ শতাংশ নিশ্চিত হওয়ার জন্য চিরুণি তল্লাশি জারি রেখেছিলেন ৷ এমন সময়ে তাঁদের আশঙ্কাকে সত্যি প্রমাণ করে সেনাবাহিনীর দিকে ছুটে আসে গুলি ৷ খোঁজ মেলে আরও দুই জঙ্গির ৷ পঞ্জাব পুলিশ সূত্রে খবর, জীবিত দুই জঙ্গি আশ্রয় নিয়েছে এয়ারফোর্স স্টেশনে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী বিমানঘাঁটিতে এখনও চলছে সেনা অভিযান ৷ ইতিমধ্যে, পাঠানকোট হামলায় ৩টি এফআইআর দায়ের করেছে এনআইএ ৷
advertisement
Location :
First Published :
January 04, 2016 8:43 PM IST