TRENDING:

Police: আজমেঢ় দরগার কাছে ছেঁড়া জামাকাপড়ে দাঁড়িয়েছিল দু'জন! পুলিশ আসতেই যা বলল.. শুনে পায়ের মাটি সরে গেল

Last Updated:

Bangladeshi arrested from Ajmer : আজমেঢ়ের দরগাহ থানা এলাকায় স্পেশ্যাল টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে ভারতে বসবাসরত বাংলাদেশি ও রোহিঙ্গাদের পাকড়াও করা হচ্ছে। বুধবার রাতে দরগাহ থানার স্পেশ্যাল টাস্ক ফোর্সের মাধ্যমে দুই বাংলাদেশিকে আটক করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আজমেঢ়: আজমেঢ়ের দরগাহ থানা এলাকায় স্পেশ্যাল টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে ভারতে বসবাসরত বাংলাদেশি ও রোহিঙ্গাদের পাকড়াও করা হচ্ছে। বুধবার রাতে দরগাহ থানার স্পেশ্যাল টাস্ক ফোর্সের মাধ্যমে দুই বাংলাদেশিকে আটক করা হয়। ২০১২ সালেও দু’জনকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানো হলেও পরে অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে আজমেঢ় চলে আসে। আটক বাংলাদেশি মোহাম্মদ আলমগীর (৩১) বাংলাদেশের ইসুদি জেলার আমবাগান গ্রামের বাসিন্দা। বাবা মোহাম্মদ হাশিম শেখের ছেলে। ধৃত শাহিন আব্দুল (৫৫) বাংলাদেশের ঢাকার সূত্রাপুর গ্রামের বাসিন্দা।
News18
News18
advertisement

পুলিশ ইনচার্জ দীনেশ জিগনানি জানিয়েছেন, থানা এলাকায় বিশেষ অভিযান চলছে। অভিযানে আন্দরকোটের দরগা লিঙ্ক রোড-সহ পাহাড়ে বসবাসকারী ২৫-৩০ জন যাযাবরকে আটক করা হয়। তাদের কাগজপত্র যাচাই-বাছাই করে বাংলাদেশের কাগজপত্র মেলে। এরপরই বাংলাদেশের বাসিন্দা মহম্মদ আলমগীর ও তার সহযোগী শাহীনও ধরা পড়েন। তাদের দু’জনের কাছে পাওয়া নথির তথ্য নিয়ে তদন্ত করা হচ্ছে। কেন তারা দু’জন এখানে এসেছেন, এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, জানার চেষ্টা করা হচ্ছে।

advertisement

আরও পড়ুনঃ মোমের মতো গলে, হড়হড়িয়ে বের করে বাড়তি জেদি চর্বি! খালি পেটে সস্তার ৫ খাবার, ৩০ দিনে দারুন ফল

অভিযুক্তরা কাদের সংস্পর্শে এসেছিল এবং কারা তাদের এখানে নিয়ে এসেছিল তাও খতিয়ে দেখছে নিরাপত্তা সংস্থা। দুজনকে আটকের সঙ্গে সঙ্গে তাদের ফের বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, ২০১২ সালে স্পেশ্যাল এজেন্সি ও পুলিশের হাতে এই দু’জনকে আটক হয়েছিলেন। সেই সময় তাদের ফেরত পাঠানো হয়। কিন্তু সম্প্রতি ফের অননুমোদিতভাবে আজমেঢ় পৌঁছে যান তারা। আজমেঢ় দরগার আশেপাশে বসবাসকারী মানুষদের উপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে। যাঁদের কাগজপত্র নেই এবং যাঁরা খারাপ অবস্থায় এখানে বসবাস করছেন, তাঁদের লক্ষ্য করেই ধারাবাহিকভাবে এই অভিযান চালানো হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Police: আজমেঢ় দরগার কাছে ছেঁড়া জামাকাপড়ে দাঁড়িয়েছিল দু'জন! পুলিশ আসতেই যা বলল.. শুনে পায়ের মাটি সরে গেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল