TRENDING:

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মুম্বইয়ের বহুতল ! মৃত ২, বহুজনের আটকে থাকার আশঙ্কা

Last Updated:

মাঝরাতে ৬ সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে বহুতলটি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মাঝরাতে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল! ৬ সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে মুম্বইয়ের ভিওয়ান্ডির শান্তি নগর অঞ্চলের একটি বহুতল। ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে, ৩জন গুরুতর আহত।
advertisement

পুলিশ সূত্রে জানা যায় মৃতদের নাম সিরাজ আহমেদ আনসারি (২৩) ও আখিব আনসারি (২২)। ঘটনাস্থলে পৌঁছায় National Disaster Response Force (NDRF),  NDRF কর্মীদের আশঙ্কা, বহুতলের ধ্বংসস্তূপের মধ্যে এখনও অন্তত ১৫ জন আটকে রয়েছেন।  আহত ৩জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে ভিওয়ান্ডি-নিজামপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার অশোক রানকাম্ব জানান, '' গোটা বহুতল থেকে মানুষজনকে বাইরে বের করে আনা হয়েছিল, কিন্তু কিছু মানুষ অনুমতি ছাড়াই ফের বহুতলে ঢুকে পড়ে। সেই সময়ই ভেঙে পড়ে বহুতলটি।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উদ্ধার করা ৪জন ব্যক্তির মধ্যে ১জনের মৃত্যু হয়। জানা যায়, বহুতলটি ৮ বছরের পুরনো, বেআইনি নির্মাণ। বিভান্ডি-নিজামপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়, বহুতলটির ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখা হবে। জোরকদমে চলছে উদ্ধারকার্য।

বাংলা খবর/ খবর/দেশ/
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মুম্বইয়ের বহুতল ! মৃত ২, বহুজনের আটকে থাকার আশঙ্কা