TRENDING:

মুম্বইয়ের ধারাভিতে করোনায় আক্রান্ত ১ ব্যক্তি, কখনই তিনি যাননি বিদেশে !

Last Updated:

এবার মু্ম্বইয়ের ধারাভিতে করোনার থাবা ৷ খবর অনুযায়ী, ধারাভির বাসিন্দা ৫৬ বছরের এক কাপড় ব্যবসায়ী আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এবার মু্ম্বইয়ের ধারাভিতে করোনার থাবা ৷ খবর অনুযায়ী, ধারাভির বাসিন্দা ৫৬ বছরের এক কাপড় ব্যবসায়ী আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে ৷
advertisement

জানা গিয়েছে, ২৩ মার্চ থেকে জ্বরে ভুগছিলেন ব্যক্তি ৷ সঙ্গে করোনার উপসর্গও ছিল ৷ অসুস্থ হওয়ার পর স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন আক্রান্ত এই ব্যক্তি ৷ চিকিৎসকের কথাতেই ২৯ তারিখ হাসপাতালে ভর্তি হন তিনি ৷ বুধবার অর্থাৎ ১ এপ্রিল মেডিক্যাল টেস্টে ধরা পড়ে তিনি করোনা আক্রান্ত ৷ এও জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির কোথাও ট্র্যাভেল করেননি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পেশায় দিনমজুর আদিবাসী বৃদ্ধের ভুবন ভোলানো প্রতিভা! নিজের কানেই শুনুন
আরও দেখুন

অন্যদিকে, তাঁর করোনা আক্রান্ত হওয়ার পরেই গোটা ধারাভি জুড়ে তুমুল সতর্কতা জারি ৷ যেহেতু মুম্বইয়ের এই ধারাভি এলাকায় বসবাস করেন প্রচুর মানুষজন, তাই এই এলাকায় সাবধানতা নিয়ে একটু বেশি উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন৷ সঙ্গে আক্রান্ত ব্যক্তির পরিবারকে আইসোলেশনে রাখা হয়েছে ৷ ধারাভির অন্যান্য বাসিন্দাদেরও বলা হয়েছে, ঘর থেকে না বের হতে এবং সাবধানতা অবলম্বন করতে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
মুম্বইয়ের ধারাভিতে করোনায় আক্রান্ত ১ ব্যক্তি, কখনই তিনি যাননি বিদেশে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল