ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভরতপুর জেলা ৷ এখানেই মারা গিয়েছেন ১১জন ৷ তছনছ অবস্থা আলওয়ারের ৷ একাধিক বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন এখানে ৷
আরও পড়ুন: ফের নতুন পরিষেবা নিয়ে হাজির রেল, এবার আরও সহজে কাটতে পারবেন তৎকাল টিকিট
রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ক্ষতিগ্রস্থ এলাকায় সাহায্য পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী ৷
advertisement
আরও পড়ুন: প্রভিডেন্ট ফান্ডের তথ্য ফাঁস ! ২.৭ কোটি সদস্যের তথ্য চুরির আশঙ্কা
দিল্লির মৌসম ভবন জানিয়েছে, গতকাল রাজস্থানের কোটায় তাপমাত্রা ছিল ৪৫.৪ ডিগ্রি ৷ তাপমাত্রা অন্তত বেশি থাকার কারণে আগেই হাওয়া অফিস থেকে ধূলিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল ৷
গতকাল সন্ধেয় ধূলিঝড় এবং প্রবল বৃষ্টি হয়েছে দিল্লিতেও ৷ হাওয়া অফিস জানিয়েছে, হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৫৯ কিলোমিটার ৷ ঝড়ের জন্য দু’টি আন্তর্জাতিক বিমান-সহ ১৫টি বিমানের সময়সীমা বদল করা হয়েছে ৷