অন্ধ্রপ্রদেশের দ্বয়ারকা ত্রিরুমালা মন্ডলের এক ১৬ বছরের ছেলের মৃত্যু হল এই PUBG খেলতে গিয়ে। ছেলেটি করোনা পরিস্থিতির জন্য বাড়িতেই ছিল। ১৬ ঘণ্টা ধরে সে একটানা PUBG খেলে। এই গোটা সময়টা সে কোনও খাবার বা জল কিচ্ছু খায় না। এর ফলেই শরীরে ডিহাইড্রেশন হয়ে যায়। ছেলেটি অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শ্বাসকষ্ট হতে থাকে প্রবল। করোনা টেস্ট করা হয় সঙ্গে সঙ্গে। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। হাসপাতালে নিয়ে যাওয়ার দুই তিন ঘণ্টা পরেই তার মৃত্যু হয়। এই ঘটনায় আবারও প্রশ্ন ওঠে PUBG বন্ধ করা নিয়ে। এর আগেও PUBG খেলতে গিয়ে প্রাণ গিয়েছিল মধ্যপ্রদেশের একটি বছর ১৭র ছেলের।
advertisement
সেও টানা ৬ ঘণ্টা ধরে খেলছিল PUBG। এরপরই ছেলেটির হার্টফেল হয়। এবং মারা যায়। এছাড়াও পঞ্জাবের একটি ছেলে বাবার ফোন নিয়ে অনলাইন ক্লাস করার নাম করে আর এক কাণ্ড ঘটিয়ে ফেলে। বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৬ লক্ষ টাকা দিয়ে সে নিজের এবং বন্ধুদের জন্য PUBGতে ভার্চুয়াল লাইফ কেনে। এই ধরণের নানা ঘটনা PUBG খেলার ফলে ঘটিয়ে ফেলছে বাচ্চারা। এই PUBG খেলা থেকে তাদের বিরত করা না গেলে সমস্যা দিন দিন বাড়বে।