TRENDING:

Amrit Bharat Station Scheme: বিমানবন্দরের ধাঁচে স্টেশন, অমৃত স্টেশনের ১৩০৯টিতে দারুণ সুবিধা! কী কী থাকবে জানুন

Last Updated:

Amrit Bharat Station Scheme: রেলের বক্তব্য, যাত্রী পরিষেবা যত আধুনিক করা হবে, তত সংখ্যক মানুষ এই সব স্টেশন ব্যবহার করবে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্রুত এই সব স্টেশন আধুনিকীকরণের কাজ সেরে ফেলা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতীয় রেলওয়েতে রেলওয়ে স্টেশনগুলির উন্নয়নের জন্য সম্প্রতি অমৃত ভারত স্টেশন প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আওতাধীন ৩৫টি স্টেশন-সহ ১৩০৯টি রেলওয়ে স্টেশন চিহ্নিত করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কয়েকটি প্রধান স্টেশনের মধ্যে গুয়াহাটি, ডিব্রুগড়, কামাখ্যা, নিউ তিনসুকিয়া, নিউ বঙ্গাইগাঁও, কাটিহার, কোকরাঝার, লামডিং, ডিমাপুর, শিলিগুড়ি টাউন এবং শিলচর অন্তর্ভূক্ত রয়েছে।
অমৃত স্টেশনের আওতায় ১৩০৯ রেল স্টেশন
অমৃত স্টেশনের আওতায় ১৩০৯ রেল স্টেশন
advertisement

এই স্কিমটি একটি দীর্ঘমেয়াদী পদ্ধতির সঙ্গে অবিচ্ছিন্ন ভিত্তিতে স্টেশনগুলির বিকাশকে পরিকল্পনা করে। এর মধ্যে প্রতিটি স্টেশনের প্রয়োজনীয়তার প্রতি লক্ষ রেখে স্টেশন অ্যাক্সেসের, সার্কুলেটিং এরিয়া, ওয়েটিং হল, টয়লেট, প্রয়োজন অনুসারে লিফট/এসকেলেটর, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বিনামূল্যের ওয়াই-ফাই, স্থানীয় পণ্যগুলির জন্য কিয়স্ক যেমন ‘ওয়ান স্টেশন ওয়ান প্রডাক্ট’, আরও উন্নত যাত্রী তথ্য ব্যবস্থা, এক্সিকিউটিভ লাউঞ্জ, ব্যবসায়িক সভা-সমিতির জন্য মনোনীত স্থান, ল্যান্ডস্ক্যাপিং ইত্যাদি সুবিধার উন্নতির জন্য মাস্টার প্ল্যানের প্রস্তুতি এবং পর্যায়ক্রমে সেগুলির বাস্তবায়ন রয়েছে।

advertisement

আরও পড়ুন: আমবাগানের ভেতর থেকে উদ্ধার হল যুবকের রক্তাক্ত দেহ! ঘটনায় শিউরে উঠেছে মালদহ

এই স্কিমটির মধ্যে ভবনের উন্নতি, স্টেশনকে শহরের উভয় পাশে একীভূত করা, মাল্টিমোডাল ইন্টিগ্রেশন, দিব্যাঙ্গজনদের জন্য সুযোগ-সুবিধা, স্থায়ী এবং পরিবেশ বান্ধব সমাধান, ব্যালাস্টলেস ট্র্যাকের ব্যবস্থা, প্রয়োজন অনুসারে ‘রুফ প্লাজা’, পর্যায়ক্রমে এবং সম্ভাব্যতা এবং দীর্ঘমেয়াদে স্টেশনে সিটি সেন্টার তৈরির পরিকল্পনা করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: নিকোপার্কে রাইড চড়াকে কেন্দ্র করে বচসা, সিনিয়র অফিসারকে মারধর করে গ্রেফতার পাঁচ!

এর আগে মডেল স্টেশন স্কিমটি ১৯৯৯ থেকে ২০০৮ পর্যন্ত প্রচলিত ছিল। সেই স্কিমের অধীনে ভারতীয় রেলওয়েতে ৫৯৪টি স্টেশন আপগ্রেডেশনের জন্য নির্বাচিত করা হয়েছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রসঙ্গত ভারতীয় রেল ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে একাধিক রেল স্টেশন যা যাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যা বাণিজ্যিক ভাবেও অত্যন্ত লাভজনক সেই সব স্টেশনের মানোন্নয়ন ঘটাবে। ইতিমধ্যেই একাধিক স্টেশনে সেই কাজ শুরু হয়ে গিয়েছে। রেলের বক্তব্য, যাত্রী পরিষেবা যত আধুনিক করা হবে, তত সংখ্যক মানুষ এই সব স্টেশন ব্যবহার করবে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্রুত এই সব স্টেশন আধুনিকীকরণের কাজ সেরে ফেলা হবে। যা দেখতে হবে অনেকটাই বিমানবন্দরের মতো।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Amrit Bharat Station Scheme: বিমানবন্দরের ধাঁচে স্টেশন, অমৃত স্টেশনের ১৩০৯টিতে দারুণ সুবিধা! কী কী থাকবে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল