আসলে প্রতিযোগিতার বাজারে নিজেদের সুনামের ওপরে ভরসা রাখাই যথেষ্ট নয়। সেই সঙ্গে গ্রাহকদের হাতে তুলে দেওয়া দরকার বাড়তি কিছু। সেই লক্ষ্যেই এবার অ্যামাজনের (Amazon) ভারতীয় শাখা অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) জোট বেঁধেছে দেশের দুই বিখ্যাত টেলিকম অপারেটর সংস্থার সঙ্গে।
ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) এবং ভারতী এয়ারটেলের (Bharti Airtel) সঙ্গে যুগ্ম উদ্যোগে লঞ্চ করা হয়েছে বিশেষ কিছু মোবাইল প্ল্যান, যা একই সঙ্গে গ্রাহকদের কল করা, টেক্সট করা, ইন্টারনেট ব্যবহার করার চিরাচরিত সুবিধের পাশাপাশি দেবে অ্যামাজন ইন্ডিয়ার খাস অ্যাকসেসও।
advertisement
অ্যামাজনের প্রাইম ডে সেল (Amazon Prime Day Sale) শুরু হতে চলেছে ২৩ জুলাই থেকে যা চলবে ২৪জুলাই পর্যন্ত। অ্যামাজনের এই প্রাইম ডে সেলে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়ে।
আরও পড়ুন- অসাধারণ ডিজাইন, দুর্দান্ত ফিচারস্! এমন ফোন হাতে থাকলে ফিরে তাকাবে লোকজন
অ্যামাজনের এই সেলে প্রাইম মেম্বারশিপরা পাবে আকর্ষণীয় অফার। অ্যামাজনের এই সেল মাথায় রেখে ভোডাফোন-আইডিয়া এবং এয়ারটেল নিয়ে এসেছে নতুন প্ল্যান। নতুন প্ল্যানের মাধ্যমে ইউজাররা বিনামূল্যে পেয়ে যাবে অ্যামাজন প্রাইম মেম্বারশিপ (Amazon Prime Membership)। দেখে নেওয়া যাক এক নজরে-
এয়ারটেলের ৯৯৯ টাকার পোস্টপেড প্ল্যান -
ডেটা - মোট ১০০ জিবি ডেটা।
কলিং - আনলিমিটেড ভয়েস কলিং সব নেটওয়ার্কের জন্য।
এসএমএস - প্রতিদিন ১০০টি করে এসএমএস।
অ্যামাজন প্রাইম মেম্বারশিপ - ৬ মাসের জন্য।
এয়ারটেলের ১১৯৯ টাকার পোস্টপেড প্ল্যান -
ডেটা - মোট ১৫০ জিবি ডেটা।
কলিং - আনলিমিটেড ভয়েস কলিং সব নেটওয়ার্কের জন্য।
এসএমএস - প্রতিদিন ১০০টি করে এসএমএস।
অ্যামাজন প্রাইম মেম্বারশিপ - ৬ মাসের জন্য।
এয়ারটেলের ১৫৯৯ টাকার পোস্টপেড প্ল্যান -
ডেটা - মোট ২৫০ জিবি ডেটা।
কলিং - আনলিমিটেড ভয়েস কলিং সব নেটওয়ার্কের জন্য।
এসএমএস - প্রতিদিন ১০০টি করে এসএমএস।
অ্যামাজন প্রাইম মেম্বারশিপ - ৬ মাসের জন্য।
ভোডাফোন-আইডিয়ার ৪৯৯ টাকার পোস্টপেড প্ল্যান -
ডেটা - মোট ৭৫ জিবি ডেটা।
কলিং - আনলিমিটেড ভয়েস কলিং সব নেটওয়ার্কের জন্য।
এসএমএস - প্রতিদিন ১০০টি করে এসএমএস।
অ্যামাজন প্রাইম মেম্বারশিপ - ৬ মাসের জন্য।
ভোডাফোন-আইডিয়ার ৬৯৯ টাকার পোস্টপেড প্ল্যান -
ডেটা - আনলিমিটেড ডেটা।
কলিং - আনলিমিটেড ভয়েস কলিং সব নেটওয়ার্কের জন্য।
এসএমএস - প্রতিদিন ১০০টি করে এসএমএস।
অ্যামাজন প্রাইম মেম্বারশিপ - ৬ মাসের জন্য।
ভোডাফোন-আইডিয়ার ১০৯৯ টাকার পোস্টপেড প্ল্যান -
ডেটা - আনলিমিটেড ডেটা।
কলিং - আনলিমিটেড ভয়েস কলিং সব নেটওয়ার্কের জন্য।
এসএমএস - প্রতিদিন ১০০টি করে এসএমএস।
অ্যামাজন প্রাইম মেম্বারশিপ - ৬ মাসের জন্য।
ভোডাফোন-আইডিয়ার ৭৯৯ টাকার পোস্টপেড প্ল্যান -
ডেটা - মোট ২২০ জিবি ডেটা।
কলিং - আনলিমিটেড ভয়েস কলিং সব নেটওয়ার্কের জন্য।
এসএমএস - প্রতিদিন ১০০টি করে এসএমএস।
অ্যামাজন প্রাইম মেম্বারশিপ - ৬ মাসের জন্য।
ভোডাফোন-আইডিয়ার ১২৯৯ টাকার পোস্টপেড প্ল্যান -
ডেটা - মোট ৩০০০ জিবি ডেটা।
কলিং - আনলিমিটেড ভয়েস কলিং সব নেটওয়ার্কের জন্য।
এসএমএস - প্রতিদিন ১০০টি করে এসএমএস।
অ্যামাজন প্রাইম মেম্বারশিপ - ৬ মাসের জন্য।
ভোডাফোন-আইডিয়ার ১৬৯৯ টাকার পোস্টপেড প্ল্যান -
ডেটা - আনলিমিটেড ডেটা।
কলিং - আনলিমিটেড ভয়েস কলিং সব নেটওয়ার্কের জন্য।
এসএমএস - প্রতিদিন ১০০টি করে এসএমএস।
অ্যামাজন প্রাইম মেম্বারশিপ - ৬ মাসের জন্য।
ভোডাফোন-আইডিয়ার ২২৯৯ টাকার পোস্টপেড প্ল্যান -
ডেটা - আনলিমিটেড ডেটা।
কলিং - আনলিমিটেড ভয়েস কলিং সব নেটওয়ার্কের জন্য।
এসএমএস - প্রতিদিন ১০০টি করে এসএমএস।
অ্যামাজন প্রাইম মেম্বারশিপ - ৬ মাসের জন্য।
এয়ারটেলের ৯৯৯ টাকার পোস্টপেড প্ল্যান -
ডেটা - প্রতিদিন ২.৫ জিবি ডেটা।
কলিং - আনলিমিটেড লোকাল এবং এসটিডি কল।
এসএমএস - প্রতিদিন ১০০টি করে এসএমএস।
অ্যামাজন প্রাইম মেম্বারশিপ - ৮৪ দিনের জন্য।
এয়ারটেলের ৬৯৯ টাকার পোস্টপেড প্ল্যান -
ডেটা - প্রতিদিন ৩ জিবি ডেটা।
কলিং - আনলিমিটেড লোকাল এবং এসটিডি কল।
এসএমএস - প্রতিদিন ১০০টি করে এসএমএস।
অ্যামাজন প্রাইম মেম্বারশিপ - ৫৬ দিনের জন্য।
এয়ারটেলের ৩৫৯ টাকার পোস্টপেড প্ল্যান -
ডেটা - প্রতিদিন ২ জিবি ডেটা।
কলিং - আনলিমিটেড লোকাল এবং এসটিডি কল।
এসএমএস - প্রতিদিন ১০০টি করে এসএমএস।
অ্যামাজন প্রাইম মেম্বারশিপ - ২৮ দিনের জন্য।