TRENDING:

Cheetahs from South Africa: বায়ুসেনার বিমানে ১২ টি চিতা দক্ষিণ আফ্রিকা থেকে পৌঁছল মধ্যপ্রদেশে

Last Updated:

Cheetahs from South Africa: এ বার তাদের হেলিকপ্টারে নিয়ে যাওয়া হবে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোয়ালিয়র : দেশে ফের চিতার আগমন। নামিবিয়ার পর এ বার চিতা এল দক্ষিণ আফ্রিকা থেকে। মোট ১২ টি চিতা শনিবার এসে পৌঁছয় মধ্যপ্রদেশে। বায়ুসেনার বিমানে এক ডজন শ্বাপদ এসেছে গোয়ালিয়র বায়ুসেনা ঘাঁটিতে। এ বার তাদের হেলিকপ্টারে নিয়ে যাওয়া হবে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে।
দেশে ফের চিতার আগমন (ফাইল ছবি)
দেশে ফের চিতার আগমন (ফাইল ছবি)
advertisement

দক্ষিণ আফ্রিকা থেকে এসে পৌঁছনো চিতাগুলির মধ্যে ৭ টি পুরুষ এবং ৫ টি স্ত্রী চিতা। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে চতুষ্পদগুলিকে ছেড়ে দেওয়া হবে তাদের কোয়ারান্টাইন এনক্লোজারে।

বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন আগত চিতাদের জন্য মোট ১০ টি কোয়ারান্টাইন এনক্লোজার তৈরি করা হয়েছে। ভারতীয় বন্যপ্রাণ আইন অনুযায়ী, বিদেশ থেকে আসা এই প্রাণীদের ৩০ দিন থাকতে হবে আইসোলেশনে।

advertisement

আরও পড়ুন :  আজ মহাশিবরাত্রির পুণ্যতিথি, জেনে নিন কোন প্রহরে কোন উপকরণে পুজো করবেন দেবাদিদেবের

advertisement

গত বছর সেপ্টেম্বরে নামিবিয়া থেকে ভারতে এসেছিল ৮ টি চিতা। নিজের জন্মদিন অর্থা‍ত ১৭ সেপ্টেম্বর চিতাগুলিকে কুনো জাতীয় উদ্যানে মুক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নামিবিয়া থেকে আসা চিতাগুলি এখন আছে ৬ বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত হান্টিং ক্লোজারে। খুব শীঘ্র তাদের ছেড়ে দেওয়া হবে ঘন জঙ্গলে।

আরও পড়ুন :  কিছুতেই বাড়বে না মহিলাদের ওজন, শুধু মানুন বিশেষজ্ঞের বলে দেওয়া এই সহজ পরিবর্তন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত ভারতে চিতার প্রজাতি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় ১৯৫২ সালে। আবার এই প্রজাতিকে সংরক্ষণের চেষ্টা চলছে। সেই উদ্দেশেই বিদেশ থেকে আনা হচ্ছে প্রাণীগুলিকে।

বাংলা খবর/ খবর/দেশ/
Cheetahs from South Africa: বায়ুসেনার বিমানে ১২ টি চিতা দক্ষিণ আফ্রিকা থেকে পৌঁছল মধ্যপ্রদেশে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল