TRENDING:

Narendra Modi 3.0 Government: ‘মোদি ৩.০’-র প্রথম ১০০ দিন; কী কী বড় পদক্ষেপ করল সরকার? আগামী দিনে কী কী বদলাবে দেশে? জেনে নিন

Last Updated:

Narendra Modi 3.0 Government: এই একশো দিনে একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছে ‘মোদি ৩.০’ সরকার। আগামী দিনে আরও বড় পদক্ষেপের সম্ভাবনা রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ১৭ সেপ্টেম্বর ১০০ দিনে পা রাখবে তৃতীয় মোদি সরকার। এবার বিজেপির কাছে একক সংখ্যাগরিষ্ঠতা নেই। শরিক দলগুলি কাঁধে হাত রেখেছে। তারপরেও রক্ষণাত্মক নয়, যথেষ্ট আত্মবিশ্বাসীই দেখাচ্ছে কেন্দ্রকে। এই একশো দিনে একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছে ‘মোদি ৩.০’ সরকার। আগামী দিনে আরও বড় পদক্ষেপের সম্ভাবনা রয়েছে।
‘মোদি ৩.০’-র প্রথম ১০০ দিন; কী কি বড় পদক্ষেপ নিল সরকার? আগামী দিনে কী কী পদক্ষেপ নেওয়া হবে?
‘মোদি ৩.০’-র প্রথম ১০০ দিন; কী কি বড় পদক্ষেপ নিল সরকার? আগামী দিনে কী কী পদক্ষেপ নেওয়া হবে?
advertisement

চলতি মেয়াদেই ‘এক দেশ এক ভোট’ বাস্তবায়িত হতে চলেছে বলে সূত্র মারফত জানতে পেরেছে নিউজ18। রামনাথ কোবিন্দ কমিটি ইতিমধ্যেই এই নিয়ে কেন্দ্রকে রিপোর্ট দিয়েছে। খুব শীঘ্র জনগণনা হতে পারে বলেও খবর। তবে এখনও এই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেন্দ্র ‘খোলা মনে’ আলোচনা করছে। জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। এই নিয়েও খুব শীঘ্রই পদক্ষেপ করতে পারে কেন্দ্র। পাশাপাশি আগামী কয়েক মাসের মধ্যে লাগু হতে পারে ইউনিফর্ম সিভিল কোড। আপাতত ৪-৫টি রাজ্যের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। উত্তরাখণ্ডে ইতিমধ্যেই ইউসিসি লাগু হয়েছে।

advertisement

আরও পড়ুন- টাক মাথাতেও উপচে পড়বে কালো চুল! তেলের বদলে মাখুন বিরিয়ানির এই জিনিস…

প্রথম ১০০ দিনে সরকার কী কী কাজ করবে, তার পরিকল্পনা করতে লোকসভা ভোটের আগেই আমলাদের দায়িত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাক নির্বাচনী জোটের সময় শরিক দলগুলিকে এবার বেশি আসন ছেড়ে দিয়েছিল বিজেপি। ৫৪৩টি আসনে একা লড়েনি। এর মধ্যে বিজেপির ঝুলিতে গিয়েছে ২৪০টি আসন। কংগ্রেস জিতেছে ৯৯টি আসনে।

advertisement

বড় পদক্ষেপ:

প্রথম ১০০ দিনে ৩ লক্ষ কোটি টাকার অবকাঠামো প্রকল্পে অনুমোদন দিয়েছে মোদি ৩.০ সরকার। উদ্বোধনের তারিখও ঠিক হয়ে গিয়েছে। এর মধ্যে ৭৬,২০০ কোটি টাকা ব্যয়ে মহারাষ্ট্রের ওয়াধাবন বন্দর নির্মাণ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার পরবর্তী ধাপে ২৫ হাজার গ্রামে ৪৯,০০০ কোটি টাকা ব্যয়ে রাস্তা তৈরি, ৫০,৬০০ কোটি টাকা ব্যয়ে হাই স্পিড রোড করিডোর নির্মাণ, বেঙ্গালুরু, পুণে এবং থানেতে তিনটি নতুন মেট্র ও বিমানবন্দর তৈরি করা হবে।

advertisement

আরও পড়ুন- তুমুল বৃষ্টি আগামী ২ ঘণ্টায়! নিম্নচাপ কতটা দুর্বল হল? সতর্কতা কোন কোন জেলায়? জেনে নিন

সূত্র জানাচ্ছে, পরিকাঠামো খাতে বিপুল বিনিয়োগের ফলে প্রচুর কর্মসংস্থান হবে। উপকৃত হবেন ৪.১ কোটি যুবক-যুবতী। এর সঙ্গে ২ লক্ষ কোটি টাকার স্পেশাল পিএম প্যাকেজও দেওয়া হচ্ছে। বর্তমানে দেশে ‘লাখপতি দিদি’-এর সংখ্যা এক কোটি। তাঁরা বছরে ১ লাখ টাকা উপার্জন করছেন। গত ১০০ দিনে ১১ লাখ লাখপতি দিদিকে শংসাপত্র দিয়েছে কেন্দ্র সরকার। অন্যান্য বড় পদক্ষেপগুলির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইউনিফায়েড পেনশন স্কিমের আওতায় ৩ কোটি বাড়ির অনুমোদন, বাজেটে মধ্যবিত্তদের আয়করে ছাড় এবং আড়াই লাখ বাড়িতে সৌরশক্তি ইনস্টল।

advertisement

কৃষকবান্ধব সরকার:

ইতিমধ্যেই পিএম কিষাণ নিধি প্রকল্পে মোট ৩ লক্ষ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। এমএসপি বৃদ্ধির মাধ্যমে ২ লক্ষ কোটি টাকার অতিরিক্ত সুবিধা পেয়েছেন কৃষকরা। শুধু তাই নয়, এমএসপি সংগ্রহ হয়েছে ১২০ শতাংশ, ইউপিএ আমলে যা ৩৩ শতাংশ ছিল। মোদি সরকার ‘কৃষি ঋণ মকুব’-এর মতো জনমোহিনী নীতি নেয়নি। তবে দেশের ৮২ শতাংশ কৃষকের ইনপুট খরচ কমিয়েছে। ফলে তাঁরা নিজেরাই ঋণমুক্ত হয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পিএম কিষাণ সম্মান নিধি যোজনাকে বিরোধীরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলেও এটা আদতে কৃষকদের ক্ষমতায়ণ করেছে। তবে বিনামূল্যে নয়। আরেকটি বড় পদক্ষেপ হল আয়ুষ্মান ভারত প্রকল্প। ৭০ বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিকরাও এখন এই প্রকল্পের সুবিধা পাবেন।

বিদেশ নীতি:

ভারতের বিদেশ নীতি এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। সরকারের প্রথম ১০০ দিনে রাশিয়া এবং ইউক্রেন সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুদ্ধ থামাতে গোটা বিশ্ব এখন ভারতের দিকে তাকিয়ে রয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে ৪১ বছর পর অস্ট্রিয়া এবং ৪৫ বছর পর পোল্যান্ডে পা রেখেছেন মোদি। শুধু তাই নয়, প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে ব্রুনেই সফরও করেছেন তিনি। ‘ভয়েস অফ গ্লোবাল সাউথ’ সামিটে ১২০টি দেশকে হোস্ট করেছে ভারত।

কড়া আইন:

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রথম ১০০ দিনে নেওয়া সবচেয়ে বড় সিদ্ধান্ত অবশ্যই তিনটি ফৌজদারি আইন প্রণয়ন। এর ফলে তদন্ত এবং বিচার প্রক্রিয়ার সময় কমবে। ইন্দিরা সরকারের ‘এমার্জেন্সি’-এর ইতিহাস জানাতে ২৫ জুন ‘সংবিধান হত্যা দিবস’ হিসাবে পালনের ঘোষণা করেছে মোদি সরকার। কেন্দ্রের দাবি, এটা কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয়। বরং গণতন্ত্রকে রক্ষা করার জন্য একটি পদক্ষেপ। দেশ থেকে তুষ্টিকরণের রাজনীতির অবসান ঘটাতে আনা হয়েছে ‘ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট’। সরকারের মতে, এতে ওয়াকফ সম্পত্তি আরও ভালভাবে রক্ষণাবেক্ষণ সম্ভব হবে।

বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi 3.0 Government: ‘মোদি ৩.০’-র প্রথম ১০০ দিন; কী কী বড় পদক্ষেপ করল সরকার? আগামী দিনে কী কী বদলাবে দেশে? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল