ব্যবসায়ীরা দাবি করেছেন, ১০ টাকার কয়েন চলে না। আর গ্রাহকরা বলছেন, ১০ টাকার কয়েন থাকলে ব্যবসায়ীরা নেয় না। নিউজ 18 গ্রাহক এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে গুজবের ব্যাপারে নিশ্চিত হয়েছে।
আরও পড়ুন- টার্গেট মেঘালয়, ভোট ঘোষণার আগেই প্রচারে নেমে পড়ছেন মমতা-অভিষেক
অন্যদিকে, প্রশাসনিক আধিকারিক রোমা শ্রীবাস্তব ব্যবসায়ীদের চেয়ে বেশি সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন।আসলে, বালোদাবাজার শহরে কয়েক বছর ধরে ১০ টাকার কয়েনের প্রচলন পুরোপুরি বন্ধ রয়েছে।
advertisement
কেউ গুজব ছড়িয়ে দিয়েছে, ১০ টাকার কয়েন অনেকেই নেয় না। ফলে ব্যবসায়ীরাও ১০ টাকার কয়েন গ্রহণ করছেন না। গ্রাহকরাও ১০ টাকার কয়েন নিতে চাইছেন না। নিউজ 18 বেশ কিছু ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছিল। তাঁদের মধ্যে বেশিরভাগ এই ব্যাপারে কথা বলতে চাননি।
শুধু তাই নয়, বাসে যাতায়াতকারী যাত্রী বা স্কুল পড়ুয়ারাও অভিযোগ করেছেন, কন্ডাকটর ১০ টাকার কয়েন নেয় না। অন্যদিকে, যাত্রীরাও কন্ডাক্টরের কাছে রাখা কয়েন নেয় না বলে অভিযোগ।
নিউজ 18 এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করায় জানা যায়, এটি সম্পূর্ণরূপে একটি গুজব। অনেকেই এই গুজব সত্যি বলে মনে করছে। এই বিষয়ে প্রশাসনিক আধিকারিক রোমা শ্রীবাস্তব বলেছেন, এটি সম্পূর্ণ গুজব। ১০ টাকার কয়েন সারা দেশের যে কোনও বাজারে চলছে। এই নিয়ে গুজব ছড়াচ্ছে যারা তাদের শাস্তি হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।