১) ৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়করই লাগবে না ৷
২) ৪ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা আয়ে ১০ শতাংশ আয়কর, ১০ থেকে ১৫ লক্ষ টাকা আয়ে ১৫ শতাংশ আয়কর ৷ আর ২০ লাখের ওপরে ৩০ শতাংশ আয়কর ৷
৩) আয় যাদের ৫০ লক্ষ থেকে ১ কোটি, সেক্ষেত্রে ১০ শতাংশ সারচার্জ দিতে হবে। ১ কোটির উপর যাঁদের আয়, পুরনো নিয়ম মেনে ১৫ শতাংশ সারচার্জ দিতে হবে।
advertisement
৪) নতুন নিয়মে ব্যবসায়ীদের জন্যও রয়েছে নতুন নিয়ম ৷ ব্যবসা ব্যতীত যাদের আয়ের পরিমাণ ৫ লক্ষের উপরে, ট্যাক্স রির্টানের সময় তাদের আলাদা একটি ফর্ম ফিলআপ করতে হবে ৷
৫) ২০১৮-১৯ অর্থবর্ষে রাজীব গাঁধী ইকুইটি সেভিং স্কিমে অর্থলগ্নি করলে, আয়কর ছাড় দেওয়া হবে না।
৬) সময়ের মধ্যে ট্যাক্স রিটার্ন ফাইল না করা হলে, ২০১৮-১৯ অর্থবর্ষে তাদের ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে।
৭) ভাড়া দিয়ে বড় অঙ্কের অর্থ উপার্জন করলে, প্রতি মাসে যারা ৫০ হাজারের বেশি অর্থ ভাড়া থেকে আয় থাকলে তারাও এ বার থেকে করের আওতায় পড়বেন।
৮) নন পেনশন সিস্টেম-এর আওতায় থাকলে, তারা যদি অর্ধেক সঞ্চয় তুলে নেন, তা করের আওতায় আসবে না।