সূত্রের খবর, মৃত্যু হয়েছে মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা মনোজ আলিয়াস মোডেম বালাকৃষ্ণ। মনোজ ওরফে বালাকৃষ্ণ ওরফে রামচন্দর ওরফে ভাস্কর সিপিআই নকশালদের ভাস্কর নকশালদের সেন্ট্রাল কমিটির সদস্যও ছিলেন। দীর্ঘদিন ধরেই তার সন্ধান করছিল পুলিশ। তার মাথার দাম ছিল ১ কোটি টাকা। গরিয়াবন্দের পথে নাকি ওড়িশার পালানোর ছক কষেছিল ভাস্কর। E-৩০ এবং স্পেশ্যাল টাস্ক ফোর্সের বাহিনী যৌথভাবে নকশালদের বিরুদ্ধে অভিযান শুরু করে।
advertisement
আরও পড়ুন: কোনওরকমে প্রাণ নিয়ে পালিয়েছেন! এখন কোথায় নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলি? জানা গেল ঠিকানা
আরও পড়ুন: পুজোর আগেই বড় কাণ্ড দিঘায়! ‘হাতেনাতে প্রমাণ’ মিলল, দিঘার ১৫ হোটেলে চলছেটা কী! শুনে আঁতকে উঠবেন
গত তিন মাসে নকশাল বিরোধী অভিযানে একটি নিরাপত্তা বাহিনীর দ্বিতীয় বড় সাফল্য। এর আগে সংঘর্ষে নকশালদের বড় কমান্ডার বাসবরাজু নিহত হয়েছিল। গত দেড় বছরে ছত্তিসগড়ে প্রায় ৫০০ নকশাল সংঘর্ষে নিহত হয়েছে, যখন ২০ বছরে প্রায় ১৫০০ নকশালকে গ্রেফতরা করা হয়েছে। আত্মসমর্পণ করেছে প্রায় ৩০০০-এরও বেশি।