সূত্রের খবর, এদিন সকাল ৭:৪০ নাগাদ সেনার ৯৩ ব্রিগেড হেডকোয়াটরের কাছে গুলির লড়াই শুরু হয় জঙ্গি ও পুলিশের মধ্যে ৷
জানা গিয়েছে, নির্মীয়মান মিনি সচিবালয়ে ডেরা বানিয়ে গা ঢাকা দিয়ে ছিল কয়েকজন জঙ্গি ৷ খবর পেয়ে নির্মীয়মান বাড়িটিতে হানা দিতেই সংঘর্ষ শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে ৷ পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা ৷ জঙ্গি-পুলিশ গুলি বিনিময়ের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পুলিশকর্মীর ৷
advertisement
এখনও পর্যন্ত ২-৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান পুলিশের ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত জঙ্গিদের সঙ্গে এখনও চলছে পুলিশের গুলি বিনিময় ৷
গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ৷
অন্যদিকে, নওগাঁওয়ের হান্দওয়ারায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলিযুদ্ধে খতম হয়েছে তিন জঙ্গি ৷ উদ্ধার হয়েছে ৪টি অত্যাধুনিক আগ্নয়াস্ত্র ৷
ফের অশান্তি ছড়াল কাশ্মীরে, জনতা-পুলিশ সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৮
অন্যদিকে শনিবারও উত্তেজনা ছড়ায় উপত্যকায় ৷ পুলিশ-জনতা সংঘর্ষে নতুন করে মৃত্যু হয় দুই বিক্ষোভকারীর ৷ এই নিয়ে কাশ্মীরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৮ ৷
সন্ত্রাসবাদের ‘পোস্টার বয়’ বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই অশান্ত কাশ্মীর উপত্যকা ৷ গত ৮ জুলাই জম্মু-কাশ্মীরের অনন্তনাগের কোকেরনাগ এলাকায় সংঘর্ষে সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয় মোস্ট ওয়ান্টেড জঙ্গি ২২ বছরের হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির ৷