রায় বেরিলিতে একটি সভায় অখিলেশ বলেন, "যে সাধারণ গরীব মানুষ রেশন পাচ্ছেন, তাঁরা মনে রাখবেন, নির্বাচন পর্যন্তই তাঁরা এই সুবিধা পাবেন। যদি বিজেপি জিতে যায়, তা হলে আর নির্বাচনের পরে পাবেন না। আগে এই রেশন দেওয়ার কথা ছিল নভেম্বর পর্যন্ত। উত্তরপ্রদেশের কথা মাথায় রেখে সেই সময়সীমা বাড়িয়ে করা হল মার্চ।" এই কথা উল্লেখ করার পাশাপাশি অখিলেশ বলেছেন, যদি সমাজবাদী পার্টির সরকার তৈরি হয়, তাহলে বিনামূল্যে রেশন দেওয়ার প্রক্রিয়া শুরুহবে। এ ছাড়া বছরে দুটি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বিনামূল্যে, দেওয়া হবে সরষের তেলও। পাশাপাশি তিনি উল্লেখ করেন, যাতে দরিদ্র মানুষের স্বাস্থ্যের উন্নতি হয়, তার জন্য এক কিলো করে ঘি-ও দেবে তাঁর সরকার।
advertisement
আরও পড়ুন: লক্ষ্য বিনিয়োগ-কর্মসংস্থান, মুখ্যমন্ত্রীর সফরকালেই উত্তরবঙ্গে 'শিল্প সামিট'
এর মধ্যে একটি সভা থেকে পাল্টা প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, হোলি আগামী ১৮ মার্চ, আর উত্তরপ্রদেশে ভোট গণনা ১০ মার্চ। বিজেপি সরকারকে ১০ মার্চে ক্ষমতায় আনুন, দেখবেন ১৮ মার্চ আপনাদের ঘরে ঘরে গ্যাসের সিলিন্ডার পৌঁছে যাবে। কোনও কৃষককে ইলেক্ট্রিক বিল দিতে হবে না আগামী ৫ বছর। শাহ আলাদা করে নির্বাচনের ইস্তাহারে কৃষকদের কথা মাথায় রেখে একগুচ্ছ প্রতিশ্রুতির কথাও মনে করিয়ে দেন। তিনি বলেন, বিনামূল্যে ইলেক্ট্রিসিটি পৌঁছে দেওয়ার কথা, বলেন ন্যূনতম সহায়ক মূল্যের কথাও।
আরও পড়ুন: সবার জন্য কাজ করুন, মনিটারিং সেল তৈরি করুন, শিলিগুড়ির জয়ী কাউন্সিলরদের বললেন মমতা
উত্তরপ্রদেশে তৃতীয় দফার নির্বাচন রয়েছে আগামী ২০ ফেব্রুয়ারি। আর ভোটের ফল প্রকাশিত হবে ১০ মার্চ।