TRENDING:

Uttar Pradesh Assembly Election 2022: অখিলেশ বললেন, জিতলে বিনামূল্যে এক কিলো ঘি, অমিত শাহর প্রতিশ্রুতি হোলিতে ফ্রি গ্যাসের সিলিন্ডার

Last Updated:

Uttarpradesh Assembly Election 2022: উত্তরপ্রদেশে তৃতীয় দফার নির্বাচন রয়েছে আগামী ২০ ফেব্রুয়ারি। আর ভোটের ফল প্রকাশিত হবে ১০ মার্চ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: ভোটের দু'দফা কেটে গিয়েছে, বাকি দফায ভোট নিশ্চিত করতে এখন প্রতিশ্রুতির বন্যা বয়ে যাচ্ছে উত্তরপ্রদেশের প্রচারে (Uttar Pradesh Assembly Election 2022)। বাদ যাচ্ছে না কোনও দলই। মঙ্গলবার সমাজবাদী পার্টি প্রধান বলেছেন, তাঁরা যদি উত্তরপ্রদেশের নির্বাচনে (Uttar Pradesh Assembly Election 2022) জয় পান, তাহলে সে রাজ্যের প্রতিটি নাগরিককে এক কিলো করে ঘি ও সারাবছর ধরে বিনামূল্যে রেশন পৌঁছে দেবেন। অন্য দিকে বিজেপি-র প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, হোলিতে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার বিতরণ করবে বিজেপি, যদি তাঁরা ক্ষমতায় আসেন।
advertisement

রায় বেরিলিতে একটি সভায় অখিলেশ বলেন, "যে সাধারণ গরীব মানুষ রেশন পাচ্ছেন, তাঁরা মনে রাখবেন, নির্বাচন পর্যন্তই তাঁরা এই সুবিধা পাবেন। যদি বিজেপি জিতে যায়, তা হলে আর নির্বাচনের পরে পাবেন না। আগে এই রেশন দেওয়ার কথা ছিল নভেম্বর পর্যন্ত। উত্তরপ্রদেশের কথা মাথায় রেখে সেই সময়সীমা বাড়িয়ে করা হল মার্চ।" এই কথা উল্লেখ করার পাশাপাশি অখিলেশ বলেছেন, যদি সমাজবাদী পার্টির সরকার তৈরি হয়, তাহলে বিনামূল্যে রেশন দেওয়ার প্রক্রিয়া শুরুহবে। এ ছাড়া বছরে দুটি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বিনামূল্যে, দেওয়া হবে সরষের তেলও। পাশাপাশি তিনি উল্লেখ করেন, যাতে দরিদ্র মানুষের স্বাস্থ্যের উন্নতি হয়, তার জন্য এক কিলো করে ঘি-ও দেবে তাঁর সরকার।

advertisement

আরও পড়ুন: লক্ষ্য বিনিয়োগ-কর্মসংস্থান, মুখ্যমন্ত্রীর সফরকালেই উত্তরবঙ্গে 'শিল্প সামিট'

এর মধ্যে একটি সভা থেকে পাল্টা প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, হোলি আগামী ১৮ মার্চ, আর উত্তরপ্রদেশে ভোট গণনা ১০ মার্চ। বিজেপি সরকারকে ১০ মার্চে ক্ষমতায় আনুন, দেখবেন ১৮ মার্চ আপনাদের ঘরে ঘরে গ্যাসের সিলিন্ডার পৌঁছে যাবে। কোনও কৃষককে ইলেক্ট্রিক বিল দিতে হবে না আগামী ৫ বছর। শাহ আলাদা করে নির্বাচনের ইস্তাহারে কৃষকদের কথা মাথায় রেখে একগুচ্ছ প্রতিশ্রুতির কথাও মনে করিয়ে দেন। তিনি বলেন, বিনামূল্যে ইলেক্ট্রিসিটি পৌঁছে দেওয়ার কথা, বলেন ন্যূনতম সহায়ক মূল্যের কথাও।

advertisement

আরও পড়ুন: সবার জন্য কাজ করুন, মনিটারিং সেল তৈরি করুন, শিলিগুড়ির জয়ী কাউন্সিলরদের বললেন মমতা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

উত্তরপ্রদেশে তৃতীয় দফার নির্বাচন রয়েছে আগামী ২০ ফেব্রুয়ারি। আর ভোটের ফল প্রকাশিত হবে ১০ মার্চ।

বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh Assembly Election 2022: অখিলেশ বললেন, জিতলে বিনামূল্যে এক কিলো ঘি, অমিত শাহর প্রতিশ্রুতি হোলিতে ফ্রি গ্যাসের সিলিন্ডার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল