TRENDING:

১১হাজার রোগীর চিকিৎসায় বরাদ্দ ১জন সরকারি চিকিৎসক, মোদির নয়া স্বাস্থ্যবিমায় কি ঘাটতি পূরণ হবে ?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রবিবার ঝাড়খণ্ডে সরকারি উদ্যোগে বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্যবিমার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই যোজনার ফলে উপকৃত হবেন প্রায় ১০ কোটি পরিবার ও প্রত্যেকটি পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা দেওয়া হবে । মূলত অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবারগুলিকে এই সুবিধা দেওয়া হবে । এই বিমা পাওয়ার জন্য মোবাইল নম্বর, রেশন কার্ড সহ বেশ কয়েকটি নথিপত্র জমা দিতে হবে ।
advertisement

বেশ কয়েকমাস আগে একটি সমীক্ষা প্রকাশ্যে এসেছিল ৷ সেই সমীক্ষা অনুযায়ী, দেশের ১১ হাজার মানুষের চিকিৎসার জন্য বরাদ্দ রয়েছে মাত্র ১জন সরকারি ডাক্তার ৷ পাশাপাশি দেশের প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা সরকারি চিকিৎসা থেকেই বঞ্চিত রয়েছেন ৷ সেক্ষেত্রে আয়ূষ্মান ভারত সূচনা করার মারফত চিকিৎসকদের ঘাটতি পূরণের চেষ্টা করছে মোদি সরকার ? বলে রাখা ভাল, এই স্বাস্থ্যবিমায় চিকিৎসকদের ঘাটতি পূরণ হবে না ঠিকই ৷ তবে, চিকিৎসা ব্যবস্থায় খরচ বেশ কিছুটাই লঘু হতে চলেছে ৷ এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের ৷

advertisement

আরও পড়ুন: "ফের বাড়ল জ্বালানির দাম ! দেখে নিন কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম কত ?"

বিহারের চিকিৎসা ব্যবস্থা আরও শোচনীয় ৷ ওই রাজ্যে ২৮,৩৯১ জন রোগীর চিকিৎসা করেন একজন সরকারি চিকিৎসক ৷ পাশাপাশি উত্তরপ্রদেশেরও একই হাল ৷ ১৯,৯৬২ জনের চিকিৎসার দায়িত্ব ১জন সরকারি চিকিৎসকের উপরে ৷

এই প্রকল্প প্রসঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস বলেন, এই যোজনা মারফত রাজ্যের ৫৭ লক্ষ মানুষ উপকৃত হবেন ৷

advertisement

দেশের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে মেডিকেল অফিসারের পদ খালি রয়েছে প্রায় ৬৫.৮ শতাংশ ৷ যার জেরে প্রত্যন্ত গ্রামের সরকারি হাসপাতাল গুলিতে উপচে পড়ে রোগীর ভিড় ৷ কিন্তু চিকিৎসকের অভাবে অতিরিক্ত গাঁটের কড়ি খরচ করে সকলকে শহরে আসতে হয় ৷ বেশ কিছু ক্ষেত্রে ঋণ নিয়েও চিকিৎসা করাতে হয় ৷ তবে, এই বিমা চালু হলে সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন দেশবাসী ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সিনেমা নয়, সত্যি...! সীমান্তের ওপার থেকে ছেলেকে চিনে 'ভিডিও কলে' কেঁদে ফেললেন মা
আরও দেখুন

তবে, এই নয়া যোজনা সূচনা করার জেরে দেশের সমস্ত সরকারি হাসপাতালে এবং বেশ কিছু বেসরকারি হাসপাতালেও ই বিমার সুবিধা মিলবে ৷ এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবার বছরে ৫ লাখ টাকার বিমা পাবে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
১১হাজার রোগীর চিকিৎসায় বরাদ্দ ১জন সরকারি চিকিৎসক, মোদির নয়া স্বাস্থ্যবিমায় কি ঘাটতি পূরণ হবে ?