কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এদিন জানান, প্রকল্পের জন্য সরকারি অনুমোদন ইতিমধ্যেই এসে গিয়েছে ৷ এই প্রকল্পের জন্য ৪,৯০৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এই পরিকল্পনা অনুযায়ী গোটা দেশে ছড়িয়ে থাকা ১,২৯,৩২৩টি গ্রামীণ পোস্ট অফিস-সহ ১ লাখ ৫৫ হাজার পোস্ট অফিসে নেটওয়ার্কিংয়ের কাজ সম্পন্ন করা হবে ৷ গ্রামীণ পোস্টঅফিসের আধুনিকীকরণের দায়িত্ব দেওয়া হয়েছে ইনফোসিসকে ৷ টেলিকমিউনিকেসন কনসাল্ট ইন্ডিয়া লিমিটেডের সাহচার্যে রিকোহ ইন্ডিয়া এই প্রকল্পের জন্য হার্ডওয়ার সরবরাহের কাজ করবে ৷ এই প্রজেক্ট বাস্তবায়িত হওয়ার পর গ্রাহকরা এটিএম, কল সেন্টার, হেল্প ডেস্ক, এসএমএস গেটওয়ের মতো সুবিধাগুলি পাবেন ৷ ডিজিটালাইজেশনের কাজ সম্পূর্ণ হলে শুধু গ্রামাঞ্চলেই নয়, শহরেও ডাক বিভাগের কাজের পরিধি অনেক বিস্তৃত হবে ৷ ডাকঘরের সেভিংস অ্যাকাউন্ট, জীবন বীমার মতো পরিকল্পনাগুলি আরও লোকপ্রিয় হবে বলে আশা করছে কেন্দ্রীয় ডাক বিভাগ ৷
advertisement