TRENDING:

Saraswati Puja: ৩০টি সরস্বতী প্রতিমা বানিয়ে তাক লাগালো মাধ্যমিক পরীক্ষার্থী গোরাচাঁদ অধিকারী

Last Updated:

ছোটবেলা থেকেই বিভিন্ন মূর্তি বানানোর আগ্রহ ছিল তার 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া:সামনেই সরস্বতী পুজো। যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ বন্ধ। তবুও সরস্বতী পুজোর উন্মাদনা প্রত্যেক পড়ুয়াদের মধ্যে চোখে পড়ার মতো। এতদিন একটি দেখা গেছে ছাত্র ছাত্রীরা সরস্বতী পুজো করেই বিদ্যার আরাধনা করতে। তবে এবার শুধু পুজো করেই নয়, প্রতিমা বানিয়ে বিদ্যার আরাধনা করতে দেখা গেল নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত শিব নিবাস পঞ্চায়েতের পাব খালি গ্রামের ক্লাস টেনের গোরাচাঁদ অধিকারীকে। এবার সরস্বতী পুজোয় বিক্রি করার উদ্দেশ্যে 30 টি ছোট বড় প্রতিমা বানিয়েছে সে। যার মধ্যে একটি নিজে পুজো করবে এবং বাকি 29 টি প্রতিমা বিক্রি করে পরিবারের পাশে দাঁড়াতে চাইছে সে। ছোটবেলা থেকেই বিভিন্ন মূর্তি বানানোর আগ্রহ ছিল তার , বাড়ির লোকেরা বাধা দিলেও তার আগ্রহ দেখে বর্তমানে উৎসাহই দেন । এখন তার বাবা-মা চান ছেলে একজন ভালো শিল্পী হোক। তার বাবা গৌতম অধিকারী একজন কাঠের ব্যবসায়ী, তবে সেরকম পসার নেই। সেই কারণে এবারের সরস্বতী পূজোয় নিজের হাতেই প্রতিমা বানিয়ে তা বিক্রি করে পরিবারের পাশে দাঁড়াচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী গোরাচাঁদ।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/নদিয়া/
Saraswati Puja: ৩০টি সরস্বতী প্রতিমা বানিয়ে তাক লাগালো মাধ্যমিক পরীক্ষার্থী গোরাচাঁদ অধিকারী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল