মাজদিয়া প্রাথমিক বিদ্যালয় ধরা পরল সেই ছবি। কোভিড বিধি মেনে শুরু হয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত। ক্লাসে উপস্থিতির হার চোখে পড়ার মতো ছিল। শিক্ষক-শিক্ষিকাদের দাবি, প্রায় সমস্ত বাচ্চাই স্কুলে হাজির হয়েছে। মিড-ডে-মিল থেকে শুরু করে কোভিড বিধির সমস্ত রকম ব্যবস্থা নিয়েই শুরু হল আজ থেকে ক্লাস। স্কুল খোলাতে খুশি অভিভাবকরাও, দীর্ঘদিন পরে তাদের বাচ্চারা আবার স্কুলে আসতে পারছে, একসঙ্গে বাচ্চাদের সঙ্গে মিশতে পারছে, খুবই ভালো লাগছে বলে তাদের দাবি। আর যেন বন্ধ না হয় স্কুল, ভগবানের কাছে এই কামনা করেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। স্কুলে আসা ছাত্র-ছাত্রীরাও অত্যন্ত আনন্দিত! তারা বলছে দু'বছর বাড়িতে বসে থাকতো বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা হতো না, মন খারাপ থাকত। আজ তারা ভীষণ আনন্দিত, আবার সবার সঙ্গে দেখা মজা খেলা পড়াশুনা করতে পেরে খুশি তারা।
advertisement