মুর্শিদাবাদ জেলা মানেই পর্যটন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসে পর্যটকরা। মুর্শিদাবাদ জেলার পর্যটন মানচিত্রে এখন জুড়েছে কান্দি নারায়ণধার পার্ক। এই পার্কে যেমন আছে কাকাতুয়া, ঠিক তেমনই আছে বিভিন্ন রকমের দেশিও বিদেশি পাখি। এবার তাদের সঙ্গে নতুন সংযোজন এই বানর ছানা।’রানি’ নামের ওই বানর ছানাটি বাগান আলো করে রেখেছে। বাগানে যে যাচ্ছে তার ঘাড়ে চড়ে বসছে। বিধায়ক অপূর্ব সরকারের সঙ্গে চা খাওয়া থেকে শুরু করে বিধায়কের হাতের কলা খেতে ভারি ভালোবাসে রানি।
advertisement
আরও পড়ুন:রক্তবমি-কাশি-চর্মরোগ নিরাময়ে অব্যর্থ, এই পাতা সর্বরোগহরা, বাড়িতে রাখলে চিন্তা থাকবে না
শুধু তাই নয়, আগত পর্যটকদের কাছেও অনায়াসেই চলে যাচ্ছে সে। কান্দির বিধায়ক জানিয়েছেন, কান্দি পৌরসভার পক্ষ থেকে তার ব্যবস্থাপনায় এই পার্কের জন্য এই বানরকে নিয়ে আসা হয়েছে। বিধায়কের কোনও এক বন্ধু পৌরসভাকে পার্কের জন্য রানিকে উপহার স্বরূপ তুলে দিয়েছেন। তবে বানর ছানা মনোরঞ্জন দিচ্ছে শুধু তাই নয়, পাশাপাশি খুশি ছোট্ট শিশুরাও। ঘুরতে আসা পর্যটকরা জানিয়েছেন, আমরা পার্কে মাঝে মাঝে আনন্দ উপভোগ করতে আসি পরিবারের সদস্যদের নিয়ে। তবে এই নতুন সংযোজন পেয়ে বেশ খুশি।
কৌশিক অধিকারী