এরপরেই শুরু হয় আরেক তাণ্ডব৷ অভিযোগ, ব্লক সভাপতির উপরে গুলি চালানোর পরেই পাল্টা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লোচনপুর পঞ্চায়েতের গোপীনাথপুর এলাকায় সিপিআইএম প্রার্থীর বাড়িতে ও দোকানে ভাঙচুর চালায়৷ এমনকি, সিপিআইএমের মহিলা প্রার্থীকে মারধর করা হয় বলেও অভিযোগ। আহত দুজন সিপিআইএম কর্মীকে উদ্ধার করে প্রথমে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পরে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
advertisement
আরও পড়ুন: বাইডেন দম্পতিকে পশ্চিমবঙ্গে তৈরি এই উপহার দিলেন মোদি, তালিকায় চমকের পর চমক!
এ প্রসঙ্গে তৃণমূল নেতা হাবিবুর শেখ বলেন, ‘‘আমরা ব্লক সভাপতির সঙ্গে চায়ের দোকানে বসে ভোটের প্রচারের আলোচনা করছিলাম। হঠাৎই অন্ধকার থেকে পরপর দু’রাউন্ড গুলি করে। আতঙ্কে আমরা পালিয়ে যাই।’’ অন্যদিকে, আহত সিপিআইএম কর্মীর আত্মীয় সামিমা বিবি বলেন, ‘‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতে হঠাৎই আমাদের বাড়ি চড়াও হয়। বাড়ির দরজা জানলা ভেঙে দেয়। ভিতরে ঢুকে মারধর শুরু করে। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আমরা নিরাপত্তা চাই।’’
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রানিনগরের বিধায়ক সৌমিক হোসেন। তিনি বলেন, ‘‘শান্তিপূর্ণ এই এলাকায় সন্ত্রাস তৈরি করছে সিপিআইএম ও কংগ্রেস। তৃণমূলের বিরুদ্ধে সম্পূর্ন মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি।’’
আরও দেখুন: পার্থকে দিয়ে ফাইল সই করিয়েছিলেন…নিজাম প্যালেসে ফের ডাক পড়ল আমলার, বড় নামের খোঁজে সিবিআই
ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে। পাল্টা সিপিআইএম কর্মীদের বাড়ি ভাঙচুর ও সিপিআইএম প্রার্থীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইসলামপুর থানার মুক্তারপুর মোড়ে। ঘটনায় আহত দুজন সিপিআইএম কর্মী বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।