মঙ্গলবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সালারে পাঁচ হাজার মানুষকে নিয়ে প্রথমে এলাহি আয়োজন করে খাওয়া দাওয়া, পরে কেক কেটে এবং বাংলাদেশের নায়ক ও নায়িকা নিয়ে এসে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে দেখা যায়। বাংলাদেশের শিল্পী অপু বিশ্বাস, সাকিব খানকে নিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁদের দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ ।
advertisement
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলছেন সংযমী হতে এবং সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করতে, ঠিক সেই সময়ে দশ লক্ষ টাকা খরচ করে নিজের জন্মদিন পালন করে বিতর্কে নাম জড়িয়ে পড়ল হুমায়ুন কবীরের। স্বভাবতই বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েননি। এই বিপুল পরিমাণ টাকার উৎস কোথায়, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
আরও পড়ুন : বর্ধমানে ডাকাতির পরিকল্পনা ফাঁস, জালে ধরা পড়ল বিহার, মহারাষ্ট্রের ৫ দুষ্কৃতী
তবে হুমায়ুন কবির জানান, "কোভিড মহামারি পরিস্থিতির কারণে দুই বছর কোনও জন্মদিন পালন করা যায়নি, তাই এই বছর কোভিড কাটিয়ে কর্মীরা আনন্দ করবেন। তার জন্যই আজকে আমার জন্মদিন পালন করা হচ্ছে। মধ্যহ্নভোজনের সঙ্গে কেক কেটে এই জন্মদিন পালন করা হচ্ছে।"
আরও পড়ুন : চা বেচে, বাদাম ফিরি করে উচ্চ মাধ্যমিক দিতে চলেছেন বিশেষভাবে সক্ষম এই ছাত্র, এখনই কাঁধে সংসারের ভার
এই প্রসঙ্গে বিজেপি ভরতপুর বিধানসভা অবজারভার ইমনকল্যাণ মুখোপাধ্যায় বলেন, "এই রাজ্যে শিল্প কারখানা নেই অথচ তৃণমূল নেতাদের ফূর্তির কোন অভাব নেই"। কটাক্ষ ইমনকল্যাণের।