মুর্শিদাবাদঃ শুক্রবারের কালবৈশাখীর তাণ্ডবে মুর্শিদাবাদের সালার, ভরতপুর ও বড়ঞাতে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। সালারে আহত হয়েছেন এক শিশু সহ ১০ জন। ভরতপুরে গাছ ভেঙে আহত হয়েছেন ১জন। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে সালার থানার তালিবপুর, সরমস্তিপুর সহ একাধিক গ্রামের ১০ জন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন শিশু। মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত সরমস্তিপুর গ্রামের সামসুলি খাতুন (বয়স ১০বছর) ও তালিবপুর গ্রামের সারফারাজ সেখ (বয়স ৫বছর) আহত হয়েছেন। ঝড়ের সময়ে বাড়িতে থাকার ফলেই ঘরের টালি ভেঙে গুরুতর আহত হন। ঘাড়ে আঘাত লাগে সারফারাজ সেখের। দুইজনকে আহত অবস্থায় প্রথমে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরে কান্দি মহকুমা হাসপাতালে ও আরও ভালো চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় প্রচন্ড বেগে ঝড় শুরু হয় এলাকায়। বেশকিছু বাড়ির চাল উড়ে যাওয়ার পাশাপাশি গাছও পড়ে যায়। ঝড়ের দাপটে গাছের ডাল ভেঙে ও বিভিন্ন উড়ন্ত বস্তুর আঘাত লাগায় ১০ জন আহত হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। ঝড়ের পর এলাকা পরিদর্শন করেন সালার ব্লক ও পুলিশ প্রশাসন। অন্যদিকে বড়ঞার ববরপুরে কালবৈশাখী ঝড়ের দাপটে শতাব্দী প্রাচীন নিম গাছ ভেঙে পড়ে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ির একাংশ, বিদ্যুতের তার ছিঁড়ে পরার পাশাপাশি গাছের একাংশ হলদিয়া ফরাক্কা রাজ্য সড়কের ওপর পড়ায় কিছুক্ষণের জন্য যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে রাজ্য সড়কে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে রাস্তা থেকে গাছ সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। তবে একাধিক খুঁটির তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ববরপুর সহ একাধিক এলাকায়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। শুক্রবার সন্ধ্যায় ভরতপুরে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙ্গে পড়ে জখম হয়েছেএক যুবক। পুলিশ জানিয়েছে, আহত ওই যুবকের নাম শহিদুল সেখ। জানাগিয়েছে, ভরতপুর গ্রামে ইফতারে যোগ দিতে এসেছিল ওই যুবক। হঠাৎই কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে ওই যুবকের ওপর। গুরুতর জখম হয় শহিদুল সেখ। স্থানীয় বাসিন্দারা তাকে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে গেলে, প্রাথমিক চিকিৎসার পর তাকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা৷ কালবৈশাখির ঝড়ের ফলে মুর্শিদাবাদ জেলার সালার ভরতপুর ও বড়ঞাতে কালবৈশাখির দাপটে প্রায় ১০জন আহত হয় বলে জানা গিয়েছে।