তৃণমূল ও বিজেপি কংগ্রেস উভয় দল একে ওপরের বিরুদ্ধে অভিযোগ করে। তবে পঞ্চায়েতে নির্বাচনের আগে সমস্ত দলের কাছে একটি অ্যাসিড টেস্ট ছিল এই নির্বাচন। তবে ১১টি অঞ্চলে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো। উৎসবের আমেজে ভোট দান করেন ভোটারা। বিকাল পাঁচটা পর্যন্ত ৭৩.৪৯% ভোট দান হয়েছে । নির্বাচন মানেই মুর্শিদাবাদ অশান্তি থাকত। কিন্তু সেই মুর্শিদাবাদে অশান্তি বোমাবাজি ও গুলি ছাড়াই নির্বিঘ্নে শেষ হয় নির্বাচন পর্ব।
advertisement
আরও পড়ুন: মাধ্যমিক মিটলেই বড় ব্যবস্থা, এসএসসি দুর্নীতিতে জানিয়ে দিল আদালত! পদক্ষেপ শুরু
তবে ভোটে জেতার দাবি করল তৃণমূল, বিজেপিও ও কংগ্রেস। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী দেবাশিস ব্যানার্জী বলেন, “ এখনও পর্যন্ত যা খবর আছে তাতে আমরাই জিতবো।” সকাল থেকে দু-এক জায়গায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে তৃণমূল। তা সত্তেও তৃণমূল জিতছে জানিয়ে দেবাশিস বলেন, “ কেন্দ্রীয় বাহিনী আসুক আর আমেরিকা থেকে পুলিশ আসুক সাগরদিঘি ব্লকের ১১টি অঞ্চলের মানুষ ভোট দেবে। আশা করছি মানুষ মমতা দিদির প্রতি আস্থা রাখবেন।”
আরও পড়ুন: গাড়ির ভিতরে স্টিলের ড্রাম, আর তার মধ্যে ওগুলো কী! বসিরহাটে বিরাট ঘটনা
একই দাবি বিজেপি প্রার্থী দিলীপ সাহারও। তিনি বলেন, “ এখনও পর্যন্ত যে সময় আছে সেই সময়ে মানুষ ভোট দেওয়ার পূর্ণ সুযোগ পেলে নিশ্চিন্তে আমরা জিতবো এটুকু আমরা বলতে পারি।” যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, কংগ্রেসের জেতা এখন শুধু সময়ের অপেক্ষা। ভোটের মার্জিন কত বৃদ্ধি পাবে তার দিকে তাকিয়ে আছি। তবে কোন দল জয়ী হবে তার দিকে তাকিয়ে আছেন সকলেই। ফলে ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে ২রা মার্চ পর্যন্ত।
কৌশিক অধিকারী