পুলিশ জানিয়েছে ধৃতের নাম সাজিনুর হক বাড়ি সাহেবনগর, সাজারুল মোল্লা, মহম্মদ সোহেল আনোয়ার, দুইজনের বাড়ি রামাকান্তপুর, নিরাপদ মন্ডল বাড়ি খয়রাতোলা, কামরুজ্জামান মন্ডল, রাইহান সেখ বাড়ি সাগরপাড়া থানার অন্তর্গত শিরোচর এলাকায়। কি কারণে এই ছয় জনের ডাকতদল এলাকায় এসেছিল তার ও তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। এই ডাকতদল গ্রেফতার হতেই বড় ধরনের সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ রেশম শিল্প বিখ্যাত জেলার, শিল্পীরা দিন কাটাচ্ছেন অনিশ্চিয়তায়!
ধৃতদের পুলিশ হেফাজতে রাখার আবেদন জানিয়ে তোলা হবে আদালতে বলে জানা গিয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। তবে শুধু সাগরপাড়ায় নয়। সাগরদিঘী অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। আর তার পরেই এবার সাগরপাড়ায় উদ্ধার হল আগ্নেয়াস্ত্র । সাগরদিঘীতে পুলিশ নাকা চেকিং করার সময়ে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৫টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে সাগরদিঘীর পরেই সাগরপাড়ায় ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র।
Koushik Adhikary