বুধবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় রাজেশের। মৃত্যুর খবর এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। পরিবারের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।
আরও পড়ুন: ‘দেশের নেতা’, ‘হিরো’, আসলে উনি জিরো! ভোট হিংসার জন্য অধীরকেই দায়ী করলেন মমতা
সাগরদিঘির কিসমতগাদি এলাকায় ১২০ নম্বর বুথের কংগ্রেসের বুথ সভাপতি ছিল রাজেশ শেখ। অভিযোগ, শনিবার পঞ্চায়েত ভোটের দিন ওই বুথে ছাপ্পা ভোট শুরু করে তৃণমূলের লোকেরা। রাজেশ শেখ বাধা দিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লোহার রড, শাবল দিয়ে তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ৷
advertisement
মৃতের স্ত্রী পিয়ারা বিবি বলেন, আমার স্বামী ‘কে তৃণমূলের লোকেরা খুন করেছে। ছাপ্পা ভোটে বাধা দিয়েছিল। সেই কারণে ওকে পিটিয়ে খুন করা হয়েছে। আমি দোষীদের কঠোর শাস্তি চাই। এলাকাবাসী মহাবীর শেখ বলেন, ১২০ নম্বর বুথে দেদার ছাপ্পা, ভোট লুঠ হয়েছে। রাজেশ শেখ বাধা দিয়েছিল। ওই বুধে কোনও কেন্দ্রীয় বাহিনী ছিল না। পুলিশের সামনেই রাজেশকে মারধর করা হলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তৃণমূলের লোকেরা রাজেশকে বেধরক মারধর করে। আমরা অভিযুক্তদের শাস্তি চাই।’