TRENDING:

Murshidabad news: সাগরদিঘিতে ভোটের বলি আরও ১, মৃত্যু হল কংগ্রেস কর্মীর

Last Updated:

বুধবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় রাজেশের। মৃত্যুর খবর এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাগরদিঘি: ভোটের বলি হতে হল আরও এক কংগ্রেস কর্মীকে। মৃতের নাম রাজেশ শেখ। পঞ্চায়েত ভোটের দিন সাগরদিঘির কিসমতগাদি এলাকায় ১২০ নম্বর বুথে ছাপ্পা ভোটকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে গুরুতর আহত হয় কংগ্রেস কর্মী রাজেশ শেখ। প্রথমে সাগরদিঘি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
নিহত কংগ্রেস কর্মী রাজেশ শেখ৷
নিহত কংগ্রেস কর্মী রাজেশ শেখ৷
advertisement

বুধবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় রাজেশের। মৃত্যুর খবর এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। পরিবারের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।

আরও পড়ুন: ‘দেশের নেতা’, ‘হিরো’, আসলে উনি জিরো! ভোট হিংসার জন্য অধীরকেই দায়ী করলেন মমতা

সাগরদিঘির কিসমতগাদি এলাকায় ১২০ নম্বর বুথের কংগ্রেসের বুথ সভাপতি ছিল রাজেশ শেখ। অভিযোগ, শনিবার পঞ্চায়েত ভোটের দিন ওই বুথে ছাপ্পা ভোট শুরু করে তৃণমূলের লোকেরা। রাজেশ শেখ বাধা দিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লোহার রড, শাবল দিয়ে তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মৃতের স্ত্রী পিয়ারা বিবি বলেন, আমার স্বামী ‘কে তৃণমূলের লোকেরা খুন করেছে। ছাপ্পা ভোটে বাধা দিয়েছিল। সেই কারণে ওকে পিটিয়ে খুন করা হয়েছে। আমি দোষীদের কঠোর শাস্তি চাই। এলাকাবাসী মহাবীর শেখ বলেন, ১২০ নম্বর বুথে দেদার ছাপ্পা, ভোট লুঠ হয়েছে। রাজেশ শেখ বাধা দিয়েছিল। ওই বুধে কোনও কেন্দ্রীয় বাহিনী ছিল না। পুলিশের সামনেই রাজেশকে মারধর করা হলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তৃণমূলের লোকেরা রাজেশকে বেধরক মারধর করে। আমরা অভিযুক্তদের শাস্তি চাই।’

advertisement

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad news: সাগরদিঘিতে ভোটের বলি আরও ১, মৃত্যু হল কংগ্রেস কর্মীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল