মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের দোহালিয়া কালীবাড়ি, একহাজার বছর পুর্বে রাজা লক্ষন সেন ও বল্লাল সেন আমলে এই কালী ঠাকুর প্রতিষ্ঠিত কান্দি দোহালিয়া কালীবাড়িতে।আগে জঙ্গল আকৃতি মধ্য এই মন্দির থাকলেও এখন কাল ও নিয়মের সঙ্গে পরিবর্তিত আধুনিক যুগের সঙ্গে মন্দির ও তৎসংলগ্ন এলাকা আজ আধুনিক ছোঁয়া লেগেছে। এবছর চার হাত এবং বিশেষ ভাবে মা দক্ষিণাকালীকে সাজানো হয়েছে।
advertisement
মাঘী পুর্নিমা উপলক্ষে শুক্রবার রাতভর বিশেষ হোম যজ্ঞ ও পুজো আয়োজন করা হয় এই মন্দিরে। যা দেখতে ভিড় করেছিলেন বহু সাধারণ ভক্তরাও। চলে কুমারী পুজোও।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 24, 2024 11:23 AM IST