ফকির মহম্মদ জাবিরুলের কথায় ৮ ফুটের দাড়ি সোজা রাখা সহজ নয়। তাই সেটিকে গিট মেরে একহাতের মত ভাঁজ করে রাখেন। কোন জায়গায় যেতে আসতে গেলে দাড়ি পোশাকের ভেতরে রেখে দেন। এই দাড়ির জন্যই তাঁর সমস্ত সাধনা। তেমন কিছু সমস্যা না হলেও ওজনের জন্য একটু হলেও কষ্ট হয়। তবে শখের জন্য এটুকু কষ্ট করা যেতে পারে বলে জানিয়েছেন তিনি। জবিরুল জানিয়েছেন, দাড়ির রেকর্ডের স্বপ্ন নিয়েই বেঁচে আছেন তিনি। বিয়ে পর্যন্ত করেননি দাড়ির জন্য।
advertisement
আরও পড়ুনঃ Murshidabad: জেলা জুড়ে পালিত হল আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস
আরও পড়ুনঃ Murshidabad News- লালবাগ গ্যাস লিক কাণ্ডে অসুস্থদের আর্থিক ক্ষতিপূরণ দিল জেলা প্রশাসন
দাড়িই তার জীবনের একমাত্র প্রেম। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় দাড়িওয়ালার খেতাব এখন রাজস্থানের গিরধর ভায়াসের দখলে। ২০১৮ সালে এই খেতাব পান তিনি। তাঁর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন মুর্শিদাবাদের জবিরুল। যদিও ভগবানগোলার পেশায় টোটো চালক দাড়িবুড়ো জবিরুলকে নিয়ে চর্চার কিছু কমতি নেই।
KOUSHIK ADHIKARY