আরও পড়ুন: এটিএমে ভয়াবহ জালিয়াতির শিকার, ৬৮ হাজার খোয়ালেন প্রৌঢ়!
সুত্রের খবর মৃত রামকুমার সিং সিআইএসএফ (CISF) জওয়ান ফরাক্কা এনটিপিসি পাওয়ার প্লান্টে ২ নম্বর গেটে কর্মরত অবস্থায় ডিউটি করছিলেন। সেই সময় নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়। এক রাউন্ড গুলি চালায় ওই কর্মরত CISF জওয়ান। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানা পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায় ফরাক্কা থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: ওরাকল স্পিকস ১৯ জুন: দেখুন ভাগ্যফল, জানুন আজ কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য
তবে কী কারণে রাম কুমার সিং এই আত্মহত্যার পথ বেছে নিলেন তার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে বলে জানা গিয়েছে। কর্মরত অবস্থায় সিআইএসএফ জওয়ানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অন্যান্য সহকর্মীদের কাছেও। তবে বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন রামকুমার সিং বলে জানা গিয়েছে। যদিও কী কারণে এই আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে পুলিশ।
কৌশিক অধিকারী