TRENDING:

Murshidabad News: ভোটের আগে ফের বন্দুক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার মুর্শিদাবাদে

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনের কয়েকদিন আগে ফের মুর্শিদাবাদ থেকে উদ্ধার হল বোমা তৈরির বিপুল উপকরণ। জেলার অন্য প্রান্ত থেকে একই দিনে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের মুর্শিদাবাদ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম। পঞ্চায়েত নির্বাচনের আগে প্রচুর পরিমাণে সুতলি ও কৌটো সহ বোমা তৈরি সরঞ্জাম উদ্ধারের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এবারেও ঘটনাস্থল সেই অগ্নিগর্ভ ডোমকল। এদিকে জেলারই ইসলামপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ।
advertisement

রবিবার রাতে ডোমকলের মুরারিপুর এলাকায় পুকুরের ধারে বসে বোমা তৈরি করছিল দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ হানা দেয়। পুলিশ আসছে বুঝতে পেরেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ প্রচুর পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধার হয় বেশ কিছু বোমাও। খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডকে। এই ঘটনায় কে বা কারা জড়িত আছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

আরও পড়ুন: ‘বাদ’ সায়নী ঘোষ! ৫-এ ডাক ইডির, বড় সিদ্ধান্ত তৃণমূলের! জল্পনা ‘ভবিষ্যৎ’ নিয়ে

অন্যদিকে আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড কার্তুজ সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মুর্শিদাবাদ পুলিশ জেলার ইসলামপুর থানা এলাকায়। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে পুলিশের একটি দল দাড়াকাড়ি ঘনপাড়া গ্রামের এক বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে একটি ৪৩ ইঞ্চি লোহার তৈরি দেশি রাইফেল ও চার রাউন্ড কার্তুজ সহ দুই যুবককে পাকড়াও করে। পঞ্চায়েত নির্বাচনের কয়েকদিন আগে জেলা থেকে বোমা তৈরির সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপান‌উতোর। শাসক ও বিরোধী একে অন্যের দিকে আঙুল তুলছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ভোটের আগে ফের বন্দুক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার মুর্শিদাবাদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল