রবিবার রাতে ডোমকলের মুরারিপুর এলাকায় পুকুরের ধারে বসে বোমা তৈরি করছিল দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ হানা দেয়। পুলিশ আসছে বুঝতে পেরেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ প্রচুর পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধার হয় বেশ কিছু বোমাও। খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডকে। এই ঘটনায় কে বা কারা জড়িত আছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: ‘বাদ’ সায়নী ঘোষ! ৫-এ ডাক ইডির, বড় সিদ্ধান্ত তৃণমূলের! জল্পনা ‘ভবিষ্যৎ’ নিয়ে
অন্যদিকে আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড কার্তুজ সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মুর্শিদাবাদ পুলিশ জেলার ইসলামপুর থানা এলাকায়। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে পুলিশের একটি দল দাড়াকাড়ি ঘনপাড়া গ্রামের এক বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে একটি ৪৩ ইঞ্চি লোহার তৈরি দেশি রাইফেল ও চার রাউন্ড কার্তুজ সহ দুই যুবককে পাকড়াও করে। পঞ্চায়েত নির্বাচনের কয়েকদিন আগে জেলা থেকে বোমা তৈরির সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। শাসক ও বিরোধী একে অন্যের দিকে আঙুল তুলছে।
কৌশিক অধিকারী