মুর্শিদাবাদ জেলার সাতটি পৌরসভার মোট পোলিং পার্সোনাল ২ হাজার ১২৮। মুর্শিদাবাদ জেলার সমস্ত বুথে সিসিটিভি ক্যামেরা নজরদারি রাখা হয়েছে। শনিবার সকাল থেকে ডিসিআরসি সেন্টার থেকে ইভিএম মেশিন নিয়ে রওনা দিচ্ছেন ভোট গ্রহণ কেন্দ্রে। রাত পোহালেই গণতন্ত্রের উৎসবে সামিল হবে রাজ্যের বিভিন্ন জায়গার সাথে মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার সাতটি পৌরসভার ১৩৫টি ওয়ার্ডের ৫২০ জনের ভাগ্য নির্ধারণ হবে রবিবার। সমস্ত বুথেই রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে ইভিএম মেশিন। মুর্শিদাবাদ জেলার সমস্ত বুথে শনিবার দুপুর থেকেই ইভিএম মেশিন নিয়ে রওনা দিচ্ছেন ভোট গ্রহণ কেন্দ্রে। পাশাপাশি রাজ্য পুলিশ দিয়ে ভোট হলেও ভোটের ওপর আস্থা রাখছেন ভোট কর্মীরা। কোভিড বিধিকে মান্যতা দিয়ে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন ভোট কর্মীরা।
advertisement
Location :
First Published :
February 26, 2022 3:13 PM IST