বড়ঞা থানার অন্তর্গত সুন্দরপুর এলাকার ময়ুরাক্ষী নদীর উপর অবস্থিত বিপ্লবী ননী সেতু পরিদর্শন করতে গিয়ে সেখান থেকেই সাতটি ওভারলোডিং বালির ট্রাক্টর আটক করে কান্দি মহকুমা শাসক নবীন কুমার চন্দ্রা এবং সেই বালির ট্র্যাক্টর গুলি বুধবার সকালে কান্দি আরএমসি মাঠে নিয়ে এসে রাখা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যে বালির ট্রাক্টর আটক করা হয়েছে সেগুলি সমস্তই ওভারলোডিং নিয়ে বালি নিয়ে যাওয়া হচ্ছিল।
advertisement
আরও পড়ুনঃ রেশম শিল্প বিখ্যাত জেলার, শিল্পীরা দিন কাটাচ্ছেন অনিশ্চিয়তায়!
ওভারলোডিং বিরুদ্ধেই এই অভিযান বলে জানান কান্দি মহকুমা শাসক নবীন কুমার চন্দ্রা। তবে ওভারলোডিং বালির গাড়ির বিরুদ্ধে আগামী দিনে অভিযান চলবে বলে জানান কান্দি মহকুমা শাসক। তবে সরকারী ভাব ওভারলোডিং বন্ধ হলেও বেআইনি ভাবে এই ওভারলডোডিং করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস বিজেপি। তবে ওভারলোডিং বিরুদ্ধে এই অভিযানে খুশি এলাকার বাসিন্দারা। ওভারলোডিং বন্ধ হলে এলাকার রাস্তা ভালো থাকবে বলেই দাবি বাসিন্দাদের।
Koushik Adhikary