স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে রান্না চলাকালীন হঠাৎ এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। তারপরেই দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। একে একে ছয়টি বাড়িতে আগুন লেগে যায়। রান্নার সময়ে দুপুরে কার্যত ব্যাপক আগুন আতঙ্ক সৃষ্টি হয় গোটা এলাকায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থলে ছুটে আসেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, স্থানীয় পঞ্চায়েত প্রধান আব্দুর রউফ সহ অন্যান্যরা।
advertisement
আরও পড়ুনঃ ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদের দুই পৃথক জায়গায়! গ্রেফতার চার
তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে। যদিও দমকল আসার আগেই স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হওয়ায় প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। সম্প্রতি মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায় বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কখনও রাতে আগুন লাগার ঘটনা ঘটে, কখনো বা দিনে। তবে আগুন লাগার প্রকৃত কারণ কি তার তদন্ত শুরু করেছে দমকল কর্মীরা বলে জানা গিয়েছে।
Koushik Adhikary