অভিষেক বন্দোপাধ্যায় বহরমপুর থেকে বলেন, ‘ভাইরাল অডিও ক্লিপে কী ভাষা ! শোনার অযোগ্য। দু’ মাস হয়ে গেল বিধায়ক হয়েছেন, মুর্শিদাবাদের মানুষের অধিকার আদায়ে কেন্দ্র কে কটা চিঠি লিখেছেন?’
আরও পড়ুন: চব্বিশে ৪০, মুর্শিদাবাদে তিনে তিন! অভিষেকের দাবি শুনেই নিজের ইচ্ছে জানালেন অধীর
প্রসঙ্গত, বাইরনের এই অডিও ক্লিপ নিয়ে আগেই সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। একজন জনপ্রতিনিধির ভাষা নিয়ে তারা সরব হয়। অভিষেকের মুর্শিদাবাদ সফরে বারবার উঠে এসেছে সাগরদিঘী প্রসঙ্গ, সেখানেই কংগ্রেস বিধায়কের ভাষা নিয়ে ফের সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷
advertisement
অন্যদিকে, বহরমপুরের সাংসদ এবং কংগ্রেস নেতা অধীর চৌধুরীর ভূমিকা নিয়েও রবিবার ফের সরব হয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়। তিনি বলেন, ‘ইডি তার চার্জশিটে জানিয়েছে, বিএসএফ জড়িত আছে গরু পাচারের। আর তুমি বিএসএফ কর্তাদের সঙ্গে ঘুরে বেড়াও। গরু আসে উত্তরপ্রদেশ থেকে৷ কখনও দেখেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে একটাও চিঠি লিখেছে যে কেন সেই রাজ্য থেকে গরু আসে? না লেখেনি, এরা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলে।’
গণতান্ত্রিক উপায়ে মুর্শিদাবাদ জেলার আড়াইশোটি গ্রাম পঞ্চায়েতেই জয়ের কথা বলেন অভিষেক৷ একই সঙ্গে আগামী লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের তিনটি লোকসভা কেন্দ্রেই তৃণমূল জিতবে বলেও দাবি করেন তিনি৷ যদিও অভিষেকের এই দাবিকে কটাক্ষ করেছেন বহরমপুরের সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷