Abhishek Banerjee: চব্বিশে ৪০, মুর্শিদাবাদে তিনে তিন! অভিষেকের দাবি শুনেই নিজের ইচ্ছে জানালেন অধীর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা আসনের মধ্যে দুটি রয়েছে তৃণমূলের দখলে৷ তবে অধীর রঞ্জন চৌধুরীর কেন্দ্র বহরমপুরে এখনও দাঁত ফোঁটাতে পারেনি শাসক দল৷
বহরমপুর: কয়েকদিন আগেই নবজোয়ার যাত্রায় বলেছিলেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলা থেকে ২৪০ আসনে জয়ী হবে তৃণমূল কংগ্রেস৷ রবিবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, আগামী বছর লোকসভা নির্বাচনে রাজ্যের চল্লিশটি আসনে জয়ের লক্ষ্যে ঝাঁপাবে শাসক দল৷ মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা আসন থেকেই তৃণমূল জিতবে, দলের কর্মী-সমর্থকদের সামনে এমন লক্ষ্যও বেঁধে দিয়েছেন অভিষেক৷
এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা আসনের মধ্যে দুটি রয়েছে তৃণমূলের দখলে৷ তবে অধীর রঞ্জন চৌধুরীর কেন্দ্র বহরমপুরে এখনও দাঁত ফোঁটাতে পারেনি শাসক দল৷ অভিষেকের মুখে মুর্শিদাবাদে তিনে তিন করার কথা শুেন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতিও৷ অধীর বলেন, তৃণমূলের কোনও ছোটখাটো নেতার বিরুদ্ধে না লড়ে আমার ইচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়া৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বহরমপুর থেকে ভোটে দাঁড়িয়ে আমাকে হারিয়ে দেখাক৷ তাহলে রাজনীতি করা ছেড়ে দেব৷
advertisement
আরও পড়ুন: পটাশপুরে শুভেন্দুর সভায় পুলিশের না! ‘মিছিল হবে ডুগডুগি বাজিয়ে’, চ্যালেঞ্জ বিরোধী দলনেতার
advertisement
রবিবার হরিহরপাড়ার সভা থেকে অভিষেক বলেন, আগামী দিনে চল্লিশের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা ঝাঁপাবো এবং মুর্শিদাবাদ জেলায় আমাদের তিন তিন হবে৷ অভিষেকের এই দাবির জবাবে একযোগে শাসক দলকে কটাক্ষ করেছে বাম-কংগ্রেস-বিজেপি৷ অধীর চৌধুরী বলেন, ‘অমিত শাহ বলে গেলেন ৩৫টা আসন চাই৷ আর একজন বলছেন ৪০টা আসনে জিতবে৷ ৭৫টা আসন তো হয়েই গেল৷ আমরা তো খই ভাজতে বসে নেই৷’
advertisement
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘বিজেপি তৃণমূলকে বিধানসভায় ছেড়ে দেবে, তৃণমূল লোকসভায় বিজেপি-কে সুবিধা করে দেবে৷ এটাই তো বোঝাপড়া৷’ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘স্বপ্ন দেখতে তো বাধা নেই৷ স্বপ্ন সবাই দেখতে পারে৷’
রবিবার অবশ্য অধীরের বিরুদ্ধেও সরাসরি বিজেপি-র সঙ্গে বোঝাপড়ার অভিযোগ করেছেন অভিষেক৷ তৃণমূল নেতা বলেন, ‘উনি দিদির পুলিশে ভরসা করেন না৷ দাদার পুলিশে ভরসা করেন৷ দাদার নাম অমিত শাহ৷ এর পরেও বলতে হবে কার সঙ্গে কার জোট, তলায় তলায় সেটিং৷’ জবাবে অধীর বলেন, ‘চোরেদের আরও বেশি করে ধরার জন্য আমিই অমিত শাহকে বার বার চাপ দিয়েছিল৷’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2023 9:00 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: চব্বিশে ৪০, মুর্শিদাবাদে তিনে তিন! অভিষেকের দাবি শুনেই নিজের ইচ্ছে জানালেন অধীর