Abhishek Banerjee: চব্বিশে ৪০, মুর্শিদাবাদে তিনে তিন! অভিষেকের দাবি শুনেই নিজের ইচ্ছে জানালেন অধীর

Last Updated:

এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা আসনের মধ্যে দুটি রয়েছে তৃণমূলের দখলে৷ তবে অধীর রঞ্জন চৌধুরীর কেন্দ্র বহরমপুরে এখনও দাঁত ফোঁটাতে পারেনি শাসক দল৷

অভিষেক- অধীর কথার লড়াই।
অভিষেক- অধীর কথার লড়াই।
বহরমপুর: কয়েকদিন আগেই নবজোয়ার যাত্রায় বলেছিলেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলা থেকে ২৪০ আসনে জয়ী হবে তৃণমূল কংগ্রেস৷ রবিবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, আগামী বছর লোকসভা নির্বাচনে রাজ্যের চল্লিশটি আসনে জয়ের লক্ষ্যে ঝাঁপাবে শাসক দল৷ মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা আসন থেকেই তৃণমূল জিতবে, দলের কর্মী-সমর্থকদের সামনে এমন লক্ষ্যও বেঁধে দিয়েছেন অভিষেক৷
এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা আসনের মধ্যে দুটি রয়েছে তৃণমূলের দখলে৷ তবে অধীর রঞ্জন চৌধুরীর কেন্দ্র বহরমপুরে এখনও দাঁত ফোঁটাতে পারেনি শাসক দল৷ অভিষেকের মুখে মুর্শিদাবাদে তিনে তিন করার কথা শুেন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতিও৷ অধীর বলেন, তৃণমূলের কোনও ছোটখাটো নেতার বিরুদ্ধে না লড়ে আমার ইচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়া৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বহরমপুর থেকে ভোটে দাঁড়িয়ে আমাকে হারিয়ে দেখাক৷ তাহলে রাজনীতি করা ছেড়ে দেব৷
advertisement
advertisement
রবিবার হরিহরপাড়ার সভা থেকে অভিষেক বলেন, আগামী দিনে চল্লিশের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা ঝাঁপাবো এবং মুর্শিদাবাদ জেলায় আমাদের তিন তিন হবে৷ অভিষেকের এই দাবির জবাবে একযোগে শাসক দলকে কটাক্ষ করেছে বাম-কংগ্রেস-বিজেপি৷ অধীর চৌধুরী বলেন, ‘অমিত শাহ বলে গেলেন ৩৫টা আসন চাই৷ আর একজন বলছেন ৪০টা আসনে জিতবে৷ ৭৫টা আসন তো হয়েই গেল৷ আমরা তো খই ভাজতে বসে নেই৷’
advertisement
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘বিজেপি তৃণমূলকে বিধানসভায় ছেড়ে দেবে, তৃণমূল লোকসভায় বিজেপি-কে সুবিধা করে দেবে৷ এটাই তো বোঝাপড়া৷’ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘স্বপ্ন দেখতে তো বাধা নেই৷ স্বপ্ন সবাই দেখতে পারে৷’
রবিবার অবশ্য অধীরের বিরুদ্ধেও সরাসরি বিজেপি-র সঙ্গে বোঝাপড়ার অভিযোগ করেছেন অভিষেক৷ তৃণমূল নেতা বলেন, ‘উনি দিদির পুলিশে ভরসা করেন না৷ দাদার পুলিশে ভরসা করেন৷ দাদার নাম অমিত শাহ৷ এর পরেও বলতে হবে কার সঙ্গে কার জোট, তলায় তলায় সেটিং৷’ জবাবে অধীর বলেন, ‘চোরেদের আরও বেশি করে ধরার জন্য আমিই অমিত শাহকে বার বার চাপ দিয়েছিল৷’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: চব্বিশে ৪০, মুর্শিদাবাদে তিনে তিন! অভিষেকের দাবি শুনেই নিজের ইচ্ছে জানালেন অধীর
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement