নিরন্তর প্রচার সত্ত্বেও হুঁশ ফিরছেনা মানুষের। কানে মোবাইল নিয়ে কথা বলতে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। সোমবার এই দুর্ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রামে।
কৌশিক অধিকারী, বহরমপুরঃ নিরন্তর প্রচার সত্ত্বেও হুঁশ ফিরছেনা মানুষের। কানে মোবাইল নিয়ে কথা বলতে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। সোমবার এই দুর্ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম মিঠু সেখ বয়স ২৯ বছর। বাড়ি খড়গ্রামের আলিনগর গ্রামে। জানা গিয়েছে, শেরপুর আলিনগর এলাকায় রাস্তা পারাপার করতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তাঁর। সোমবার ভোরে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত শেরপুর আলিনগর সংলগ্ন ফরাক্কা হলদিয়া বাদশাহী সড়কের ওপর সৌদি আরবে কর্মরত ভাই-এর সাথে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন মিঠু সেখ। সেই সময় দ্রুত গতিতে থাকা একটি গাড়ি ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মিঠু সেখের। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার জেরে খবর দেওয়া হয় খড়গ্রাম থানায়। খড়গ্রাম থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদিন দুপুরে দেহ ময়না তদন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে । পরিবারের অন্যতম রোজগেরে সন্তান মিঠু সেখ পেশায় ব্যবসায়ী ছিলেন। প্রসঙ্গত পথ দুর্ঘটনা এড়াতে রাজ্য ও কেন্দ্রীয় সরকার উভয় পক্ষ থেকে একাধিক উদ্যোগ গ্রহণ করা হলেও সাধারণ মানুষ সচেতন নয়। রাস্তার ওপর বা রেল লাইনের পাশে দাঁড়িয়ে মোবাইলে নানান রিলস বা কথা বলার বিরুদ্ধে প্রচার চালানো হলেও কিছুতেই সচেতন হচ্ছেন না তাঁরা। এর ফলে প্রায়শই প্রাণ যাচ্ছে। কিন্তু কিছুতেই হুঁশ হচ্ছে না মানুষের। সোমবার ভোরে এই আকস্মিক দুর্ঘটনায় মৃত্যুর জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে । যদিও ঘাতক গাড়ি পলাতক বলে খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন জানিয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ ।