আরও পড়ুন: উবর থেকে নিখোঁজ, অবশেষে হোটেল থেকে উদ্ধার টিটাগড়ের মা-মেয়ে
অপহরণের অভিযোগে গ্রেফতার মহিলার প্রেমিক। ২৪ জুন গিরিডিতে শ্বশুরবাড়ি যাবেন বলে, টিটাগড়ে বাপেরবাড়ি থেকে মেয়েকে নিয়ে বেরোন সুমন স্বর্ণকার। উবর করে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন ৷ এরপর আর তাদের কোনও খোঁজ মেলেনি ৷
আরও পড়ুন: ট্রেনের ছাদে দৌড়াদৌড়ি শুরু করল মানসিক ভারসাম্যহীন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
advertisement
জানা গিয়েছে, হাওড়া থেকে ট্রেনে ৩জন গোরক্ষপুরে যান। বৃহস্পতিবার কলকাতায় ফেরেন। দমদমের হোটেলে ওঠেন মা-মেয়ে। সাঁতরাগাছির হোটেলে ওঠেন মায়াঙ্ক মৃণাল নামে ধৃত ওই যুবক। মহিলার সঙ্গে ধৃতের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অনুমান পুলিশের।
আরও পড়ুন: প্লাস্টিকের বর্জ্য থেকে ছড়াচ্ছে দূষণের বিষ, চিন্তায় বিশ্বের সব দেশ
Location :
First Published :
June 29, 2018 1:13 PM IST