এসএসকেএমে ভর্তি রয়েছেন ৪০ জন মেট্রোযাত্রী। বন্ধ করা হয়েছে ময়দান মেট্রোর ১ নম্বর গেট। প্রায় ৩ ঘণ্টা বন্ধ ছিল মেট্রো চলাচল। পরে যাত্রীদের ট্রেন থেকে বের করে, টানেল দিয়ে হাঁটিয়ে আনা হয়।
ঘটনাস্থলে রয়েছেন মেট্রোরেলের কর্মীরা, দমকল, অ্যাম্বুল্যান্স ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল। উপস্থিত হয়েছেন কলকাতা পুলিশ কমিশনার, জয়েন্ট সিপি ক্রাইম। রয়েছে দমকলের ১ টি ইঞ্জিন।
advertisement
মেট্রো কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ যাত্রীদের। আটকে পড়া মেট্রোযাত্রীদের অভিযোগ-- ''ধোঁয়া দেখার পরও ট্রেন চালান চালক। আগুন থেকে বিস্ফোরণ হয় রেকে। হেল্পলাইন নম্বর কাজ করছিল না।''
Location :
First Published :
December 27, 2018 9:27 PM IST