মেট্রোয় মৃত্যুভয়! ধোঁয়ায় অসুস্থ ৪০ জন যাত্রী
Last Updated:
#কলকাতা: ফের ব্যস্ত সময় মেট্রো বিভ্রাট ৷ মেট্রোয় ধোঁয়া-আতঙ্ক ! ময়দান স্টেশনে বৃহস্পতিবার আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে ৷ ময়দান স্টেশনে ঢোকার আগে কামরায় ধোঁয়া নজরে আসে যাত্রীদের ৷ স্টেশনের কাছে টানেলেই আটকে পড়ে ট্রেন ৷ আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন ৪০ জন যাত্রী ৷ প্রায় ১৩ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল ৷
ট্রেন থেকে নামানো হয়েছে যাত্রীদের ৷ কবি সুভাষ-টালিগঞ্জগামী মেট্রো চলছে ৷ পাশাপাশি নোয়াপাড়া থেকে পার্ক স্ট্রিট মেট্রো চলছে ৷ ঘটনাস্থলে মেট্রোরেলের কর্মীরা, দমকল এবং অ্যাম্বুল্যান্স ৷ ঘটনাস্থলে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলও ৷
আতঙ্কে কাচ ভেঙে অনেক যাত্রীরাই বেরনোর চেষ্টা করতে থাকেন। এর ফলে বেশ কয়েকজন যাত্রী আহত হন। হাত কেটে রক্ত বেরোতে থাকে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১ টি ইঞ্জিন। এক প্রত্যক্ষদর্শী জানান, পার্কস্ট্রিট থেকে সবে মেট্রোটি ছেড়েছিল। স্টেশন ছেড়ে ১০ মিটার যাওয়ার পরেই টানেলের মধ্যে মেট্রো রেকে আগুন লেগে যায়।
advertisement
Location :
First Published :
December 27, 2018 5:41 PM IST