গত বিধানসভা নির্বাচনে মহেশতলা কেন্দ্রে তৃণমূল পেয়েছিল ৯৩,৬৭৫ ভোট। সিপিএম পেয়েছিল ৮১,২২৩টি ও বিজেপি ১৪,৯০৯টি ভোট। এবার তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন কস্তূরী দাসের স্বামী দুলাল দাস ৷ উল্টোদিকে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা সুজিত ঘোষ।
আরও পড়ুন: ৭ বছর মানুষের সেবায় মা-মাটি-মানুষের সরকার, টুইট মমতার
Location :
First Published :
May 28, 2018 8:21 AM IST