এতদিন তাঁর ছবিতে দেখা মিলত স্বল্প পরিচিত নায়ক নায়িকার ৷এবার তিনি স্ট্র্যাটিজি বদলাচ্ছেন ৷ তাঁর ছবিতে থাকছেন অজয় দেবগণ এবং রণবীর কাপুর ৷ দু দুটি হাইভ্যালু স্টার নিয়ে এবার আসরে নামছেন লাভ ৷
এমনিতেই তাঁর ছবি মানেই হিট ৷ এবার হিট থেকে ব্লক বাস্টার হিটের দিকেই এগোতে চাইছেন লব ৷ তাই ছবিতে স্টারদের নিয়ে আসছেন তিনি ৷ অজয় এবং রণবীরের সঙ্গে তাঁর সাক্ষাৎ-এর ছবি ভাইরাল হয়েছে ৷ এখন শুধু অপেক্ষার এই তারকাদের নিয়ে লাভের ছবি ৷
advertisement
Location :
First Published :
May 15, 2018 5:03 PM IST