TRENDING:

বিষ্ণুর এই অবতার কীভাবে রক্ষা করেন আপনাকে, জেনে নিন . . .

Last Updated:

নৃসিংহদেবের এই মূর্তি বাড়িতে থাকলে রক্ষা কবচ হিসেবে কাজ করে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভগবান বিষ্ণুর দশ অবতার মৎস, কূর্ম, বরাহ, রাম, বলোরাম, পরশুরাম, নৃসিংহ, বুদ্ধ, বামণ ও কল্কি ৷ ভগবান স্বয়ং বলেছিলেন যখন যখন ধর্মে গ্লানি দেখা দেবে তিনি তখনই আসবেন ৷ মুক্তি দেবেন মানুষকে, মুক্ত হবে সবাই ৷ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার নৃসিংহদেব ৷ এই অবতার বিষ্ণু পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন দুষ্টের দমন ও সৃষ্টের পালন করতে ৷
advertisement

আরও পড়ুন : জানেন কি ! পুজোয় শুধুই এই বেলপাতা প্রয়োজন হয় . . .তবে কেন ?

ভগবান বিষ্ণু এই অবতারে মু্ক্তি দিয়েছিলেন হিরণ্যকোশিকে ৷ হিরণ্যকোশির ছেলে পহ্লাদ প্রবল ধর্মপ্রাণ ছিলেন ৷ অন্যদিকে হিরণ্যকোশি ছিলেন অত্যচারী, প্রহ্লাদ তাঁর বাবার অত্যচারী মনোভাবকে কখনও সমর্থন করেননি ৷ এমন কী বাবাকে সর্বশ্রেষ্ঠ মানতেন না তিনি বা ঈশ্বর বলে মানতেন না ৷ তাঁর বাবা ছিলেন একজন অত্যচারী ৷ ছেলে তাঁকে ঈশ্বর না মানায় তাণ্ডব শুরু করে দিয়েছিল হিরণ্যকোশি প্রাণে মারতে চেয়েছিল প্রহ্লাদকে ৷

advertisement

আরও পড়ুন : রাম নারায়ণ রাম, শ্রীশ্রী বালক ব্রহ্মচারীর এই মন্ত্রেই মিশে আছে জীবনের সব সুখ

এদিকে হিরণ্যকোশি মহাদেবকে সন্তুষ্ট করে অমরত্ব লাভ করেছিল ৷ তবে কোনও ত্রিলোকে তাকে কেউ মারতে পারবে না ৷ অমরত্ব লাভ করে হিরণ্যকোশি তাণ্ডব শুরু করেছিল প্রবল অত্যচারে যখন সবাই অত্যাচারিত দেবাদিদেব বিষ্ণুকে নির্দেশ দিয়েছিলেন হিরণ্যকোশিকে বধ করার ৷ তবে হিরণ্যকোশিকে বধ করা সহজ ছিলনা ৷ তার কাছে বর ছিল ত্রিলোকে কেউই তাঁকে মারতে পারবে না ৷ সেই কারণে নৃসিংহদেবকে পাঠানো হিরণ্যকোশিকে বধ করে পৃথিবীকে তার অত্যাচার থেকে মুক্ত করতে ৷

advertisement

আরও পড়ুন : মা কালীর আরাধনা এই ফুল ছাড়া একদমই হয়না, জেনে নিন আপনিও . . .

হিরণ্যকোশিকে বধ করা সহজসাধ্য ব্যাপার ছিলনা ৷ হিরণ্যকোশির রক্ত যদি মাটিতে পড়লে সেখান থেকে হাজার হাজার হিরণ্যকোশির জন্ম নেবে ৷ তাই বিষ্ণুর নৃসিংহদেব অবতারে বধ করেন হিরণ্যকোশিকে ৷ নখ দিযে বুর চিড়ে দিয়েছিলেন হিরণ্যকোশির ক অন্যরকম ভঙ্গিতে যাতে তার এক ফোঁটাও রক্ত না পড়ে মাটিতে ৷ তাই এই ভাবেই বধ করা হয়েছিল অত্যচারীকে ৷

advertisement

আরও পড়ুন : শনিবার এই নিয়ম মেনে চলুন, শনিদেবের রোষের মুখে পড়তে হবেনা . . .

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এছাড়াও নৃসিংহদেবের এই মূর্তি বাড়িতে থাকলে রক্ষা কবচ হিসেবে কাজ করে ৷ বিশেষত যাঁরা একা থাকেন তাঁদের কাছে এই মূর্তি বা ছবি থাকে তিনি বিশেষ সুরক্ষিত থাকেন ৷ মনের জোর হয়ে যায় দ্বিগুণ ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিষ্ণুর এই অবতার কীভাবে রক্ষা করেন আপনাকে, জেনে নিন . . .