রাম নারায়ণ রাম, শ্রীশ্রী বালক ব্রহ্মচারীর এই মন্ত্রেই মিশে আছে জীবনের সব সুখ

Last Updated:

রাম নারায়ণ রাম এই অমোঘ মন্ত্রে জীবনের সব কষ্ট যেন লাঘব হয়ে থাকে

#কলকাতা: শ্রীশ্রী ঠাকুর বালক ব্রহ্মচারীর জীবনের এক মহান দর্শন ৷ মস্তিষ্ক শীতল ও হৃদয়কে উষ্ণ করে ৷ রাম নারায়ণ রাম এই অমোঘ মন্ত্রে জীবনের সব কষ্ট যেন লাঘব হয়ে থাকে ৷ এই মহান মন্ত্রেই লুকিয়ে রয়েছে বাঁচার রসদ ৷ আসলে এই রাম নারায়ণ রাম শ্রী চৈতন্যদেবকে প্রণাম জানানো এক মন্ত্র ৷
তিনি ভক্তদের বলেছেন জীবনের লক্ষই ভালবাবে বাঁচা, আনন্দে বাঁচা ৷ মানুষকে আনন্দে বাঁচার রাস্তা দেখাতেই আবির্ভাব হয়েছিলেন স্বয়ং বালক ব্রহ্মচারী ৷ ৯ নভেম্বর ১৯২০ সালে ( ১৩২৭ বঙ্গাব্দের ২৩ কার্তিক) ঢাকার বিক্রমপুরে জন্মেছিলেন ৷ তাঁর আসল নাম বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তী কঠোর পরিশ্রম ও অধ্যাবসায় তাঁকে শ্রীশ্রী ঠাকুর বালক ব্রহ্মচারীতে পরিণত করেছিল ৷
advertisement
advertisement
শ্রী চৈতন্য মহাপ্রভুর মা শচীদেবী এবং শ্রীশ্রী বালক ব্রহ্মচারী একই পরিবারের ৷ শ্রীশ্রী ঠাকুর এক আলাদা সত্তা নিয়েই পৃথিবীতে এসেছিলেন ৷ তাঁর মানবপ্রেম, ধ্রমীয় উদারতা, সততা ছোটবেলা থেকেই জাগ্রত ৷ সমাজের সর্ব বর্ণ নির্বিশেষে সব মানুষ তাঁর মহান আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন ৷ মানুষের জন্য জীবন উৎসর্গ করার কথাই বারবার বলে এসেছেন ৷ মানবপ্রেমে জীবন রাঙানোর কথাই তিনি বারবার বলে এসেছেন ৷ তা প্রমাণ করেছেন জীবন দিয়ে ৷
advertisement
তাঁর ভক্তের সংখ্যা অগণিত সবাইকে যোগ্যতর হওয়ার পরামর্শ দিতেন তিনি ৷ শুধু তিনি বলেই শেষ করতেন না দৃষ্টান্ত প্রতিষ্ঠায় তা করেও দেখাতেন ৷ বেদে ও উপনিষদে অপার জ্ঞানের অধিকারী ছিলেন তিনি ৷ দেশ, ধর্ম, পৃথিবী, মানুষ সবই এক, এক বৃহৎ পৃথিবীর অংশ ৷
advertisement
১৯৪৭ সালে দেশ ভাগের সময়ে বাংলাদেশ থেকে তিনি এসেছিলেন পশ্চিমবঙ্গে ৷ মানুষকে জীবনে বাঁচার সঠিক দিশা দিয়েছিলেন তিনি ৷ আমাদের ঘুমিয়ে থাকা আধ্যাত্ম চেতনাকে জাগ্রত করেছিলেন ৷ মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন ৷ তাঁকে ঘিরেই জীবনের যাবতীয় চাওয়া পাওয়া মেলেছে পাখনা, রাম নারায়ণ রাম ৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
রাম নারায়ণ রাম, শ্রীশ্রী বালক ব্রহ্মচারীর এই মন্ত্রেই মিশে আছে জীবনের সব সুখ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement