ফেক নিউজের জন্য মানুষ দিশেহারা। কারণ অনেকেই আছেন যারা ফেক নিউজ দেখে যেমন প্রভাবিত হয়, তেমনি এই ফেক নিউজ কে আবার সমাজের মধ্যে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করেন।এই ফেক নিউজ ছড়ানোর ক্ষেত্রে সাধারণ মানুষ তো বটেই, বুঝতে না পেরে খোদ সাংবাদিকরাও প্রায় সময় ফেক নিউজ ছড়িয়ে দেন, যার ফলে বিভ্রান্তির শিকার হন অনেকেই এবং একটা বিভ্রান্তিমূলক গণমাধ্যম গড়ে ওঠে সমাজে। তাই এই ফেক নিউজ এড়াতে এবার ভিডিও ও ফটোর একটি ওয়ার্কশপের আয়োজন করল জঙ্গলমহলের মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এই একদিনের ওয়ার্কশপে শুধু ছাত্র-ছাত্রী নয়, সঙ্গে জেলার বিভিন্ন পত্রপত্রিকা এবং অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকরাও অংশ নেন। এইদিনের কর্মশালাতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু, রেজিস্ট্রার জয়ন্ত কিশোর নন্দী, সমেত অন্যান্য অতিথিরা।
advertisement