প্রসঙ্গত, এর আগে আদালতের পক্ষ থেকে কিন্তু সম্পূর্ণ বাজি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি। আদালতের বক্তব্য, যে বাজি বিক্রেতাদের লাইসেন্স রয়েছে, শুধুমাত্র তাঁরাই বাজি বিক্রি করতে পারবেন। তবে, অনলাইনে বাজি বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র সবুজ বাজি বিক্রি করা যাবে। কিন্তু এরপরও মহামান্য আদালতের পর্যবেক্ষণ যে, বৃহস্পতিবার পর্যন্ত খোলাবাজারে অনেক জায়গাতেই বাজি বিক্রি হতে দেখা গিয়েছে। এই বিষয়ে কড়া প্রতিক্রিয়াও জানিয়েছে মহামান্য আদালত। তাদের বক্তব্য, অবিলম্বে আদালতের নির্দেশ মেনে এই বাজি বিক্রি রুখতে হবে।
advertisement
অন্যদিকে আদালতের নির্দেশের পরেই মেদিনীপুর শহর জুড়ে বাজি দোকান গুলিতে তল্লাশী চালালো কোতয়ালী পুলিশ। একই সাথে হাইকোর্টের নির্দেশ বাজি বিক্রেতাদের শুনিয়ে সতর্কীকরণ করাও হয় পুলিশের তরফে। কোতয়ালী থানা সুত্রে জানা যায়, এই অভিযান ধারাবাহিক ভাবে চলবে।