TRENDING:

পশ্চিম মেদিনীপুরের ৩ মেডিক্যাল অফিসারের পদোন্নতি!

Last Updated:

শালবনীর নবকুমার দাস BMOH হচ্ছেন রামজীবনপুরের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুরের তিন মেডিক্যাল অফিসারের পদোন্নতি! শালবনীর নবকুমার দাস BMOH হচ্ছেন রামজীবনপুরের ।
advertisement

পশ্চিম মেদিনীপুর জেলার তিন জন মেডিক্যাল অফিসারের পদোন্নতি হল! সোমবার (২৬ জুলাই) সন্ধ্যার বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ মেডিক্যাল অফিসার (GDMO) থেকে তাঁরা ব্লক মেডিক্যাল অফিসার বা ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH) হচ্ছেন। এই তালিকায় আছেন, শালবনীর মেডিক্যাল অফিসার (যদিও, বর্তমানে তাঁকে দাসপুর- এক এর দায়িত্ব দেওয়া হয়েছিল) ডাঃ নবকুমার দাস; গড়বেতা- এক এর মেডিক্যাল অফিসার ডাঃ সঞ্চিতা  কর্মকার এবং মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাঃ স্বপ্নিল মিস্ত্রি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাজ্য স্বাস্থ্য ভবনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাঃ নবকুমার দাস পূর্ব বর্ধমানের রামজীবনপুর গ্রামীণ হাসপাতালের (ব্লক স্বাস্থ্য কেন্দ্র) বিএমওএইচ হচ্ছেন। অপরদিকে, ডাঃ সঞ্চিতা কর্মকার গড়বেতা- এক নং ব্লকের গড়বেতা গ্রামীণ হাসপাতালেরই বিএমওএইচ হচ্ছেন (এতদিন, এখানেই তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন)। অন্যদিকে, ডাঃ স্বপ্নিল মিস্ত্রি চন্দ্রকোনা- দুই নং ব্লকের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ হচ্ছেন।

advertisement

বাংলা খবর/ খবর/Local News/
পশ্চিম মেদিনীপুরের ৩ মেডিক্যাল অফিসারের পদোন্নতি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল