সবংয়ের ভূমিপুত্র মানস ভুঁইয়া তাঁর বক্তৃতায় সবং এবং সবংয়ের বিখ্যাত মাদুর শিল্প নিয়ে বহু স্মৃতি উন্মোচন করেন। জেলার গর্ব এই শিল্প-কে আরও উন্নত ও সমৃদ্ধ করার জন্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথাও বলেন। ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখানে মাদুর হাবের কাজ চলছে। প্রতিবছর সবং থেকে ৬০০-৬৫০ কোটি টাকার মাদুর ব্যবসা হয়। একসময় আমি প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাতে সবংয়ের মাদুর তুলে দিয়ে একদিনে ১০ টি ব্যাংকের লাইসেন্স নিয়ে এসেছিলাম\" এরপর, রাষ্ট্রপতি পুরস্কার বিজয়িনী দুই শিল্পী -কে সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের শাড়ি, ফুল, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি, মিষ্টি ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও সবংয়ের পুষ্প রাণি জানা, অলোক জানা-র মতো মাদুর শিল্পীরা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন।
advertisement
Partha Mukherjee