TRENDING:

West Medinipur News : স্ত্রী-সন্তানকে অপহরণের অভিযোগ স্বামীর! উদ্ধার করল পুলিশ, পশ্চিম মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য।

Last Updated:

বৃহস্পতিবার (২৩  ডিসেম্বর) মোহনপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে নিখোঁজ গৃহবধূ ও তাঁর কন্যা সন্তানকে উদ্ধার করে মোহনপুর থানার পুলিশ এবং ঐ গৃহবধূ ও তার কন্যা সন্তানকে দাঁতন আদালতে পেশ করে মোহনপুর থানার পুলিশ। গৃহবধূকে বিচারকের কাছে গোপন জবানবন্দি দেওয়ার জন্য আদালত নিয়ে যাওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর-  স্বামী অভিযোগ জানিয়েছিলেন, তাঁর স্ত্রী-সন্তান'কে অপহরণ করা হয়েছে! গত ২০ ডিসেম্বর থানায় অভিযোগ জানিয়েছিলেন তিনি। তবে, গতকাল (২৩ ডিসেম্বর) পুলিশ তাঁদের স্থানীয় বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করে। ঘটনা ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে (West Medinipur News )। জানা গেছে, মোহনপুর থানার নীলদা এলাকা থেকে এক গৃহবধূকে তাঁর কন্যা সন্তান সহ অপহরণ করা হয়েছে বলে, গত ২০ ডিসেম্বর মোহনপুর থানাতে অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূর স্বামী। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) মোহনপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে নিখোঁজ গৃহবধূ ও তাঁর কন্যা সন্তানকে উদ্ধার করে তাদেরকে  দাঁতন আদালতে পেশ করে মোহনপুর থানার পুলিশ। গৃহবধূকে বিচারকের কাছে গোপন জবানবন্দি দেওয়ার জন্য আদালতে নিয়ে যাওয়া হয়।
বাড়ীর পথে গৃহবধূ ও তাঁর কন্যা
বাড়ীর পথে গৃহবধূ ও তাঁর কন্যা
advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর এলাকারই এক বাসিন্দা তাঁর স্ত্রী ও সন্তানকে অপহরণের অভিযোগ দায়ের করেন মোহনপুর থানাতে। আর সেই অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে মোহনপুর থানার পুলিশ। বৃহস্পতিবার থানার অদূরে মোহনপুর বাসস্ট্যান্ড থেকে অপহৃতা ওই মহিলা ও তাঁর মেয়েকে উদ্ধার করে দাঁতন আদালতে পেশ করে পুলিশ। যদিও, ওই মহিলা পুলিশের কাছে দাবি করে, তাঁদের কেউ অপহরণ করেনি। তিনি স্বেচ্ছায় বাপের বাড়িতে এসেছিলেন এবং সেখানেই ছিলেন।  বিচারক ওই গৃহবধূকে ও ওই কন্যা সন্তানকে তাঁর মায়ের সঙ্গে বাড়ি ফেরার অনুমতি দেন (West Medinipur News)।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/Local News/
West Medinipur News : স্ত্রী-সন্তানকে অপহরণের অভিযোগ স্বামীর! উদ্ধার করল পুলিশ, পশ্চিম মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য।
Open in App
হোম
খবর
ফটো
লোকাল