পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) জেলা শহর মেদিনীপুরের বাসিন্দা তথা মেদিনীপুর কলেজ (স্বশাসিত) এর বাংলা বিভাগের অধ্যাপিকা ড. সালেহা খাতুন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার মহম্মদ সালাউদ্দিনের একমাত্র কন্যা পিয়াসা পারভিন (Piyasa Parveen)। কলা বিভাগ থেকে এবার উচ্চ মাধ্যমিক পাস করল সে। শুধু কলা বিভাগ নয়, পিয়াসা-র পাওয়া ৪৭৭ এবার বিদ্যালয়েরও সর্বোচ্চ নম্বর! ভবিষ্যতে ইংরেজি সাহিত্য নিয়ে পড়তে চায় পিয়াসা। তবে, শুধু পড়াশোনা নয়, সাংস্কৃতিক চর্চাতেও পারদর্শী পিয়াসা। তার আবৃত্তি'র শিক্ষক শুভদীপ বসু-ও গর্ব অনুভব করলেন পিয়াসা-র এই মহানুভবতায়। বললেন, "আদর্শ কন্যা পিয়াসা। ও ভালো আবৃত্তিও করে। অনেক আশীর্বাদ ওর জন্য।" আর, লাজুক হেসে পিয়াসা বলে, "আমার বাবা-মা, শিক্ষক-শিক্ষিকারাই আমার অনুপ্রেরণা! ওই অর্থ যদি বিদ্যালয়ের ভাল কাজে লাগে, তাই তুলে দিলাম।"
advertisement